রবিবার সকালে গড়ফার আবাসনের ঘর থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। কালার্স বাংলার 'মন মানে না' ধারবাহিকে মুখ্য চরিত্র-'গৌরীর' ভূমিকায় অভিনয় করছিলেন পল্লবী। সকলের মনেই এখন প্রশ্ন, এবার কি অন্য কাউকে দেখা যাবে সে জায়গায়?