Advertisement

বিয়ের মরসুমে বাংলা সিরিয়ালও বিয়েতেই হিট! তরতরিয়ে বাড়ছে জনপ্রিয়তা

বিয়ের মরসুম (Wedding Season)। করোনা আবহেও ধুমধাম করে চারিদিকে বিয়ে হচ্ছে। এদিকে বাঙালির ড্রইং রুমেও রমরমিয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। একাধারে একাধিক বাংলা সিরিয়ালে (Bengali Serial) চলছে বিয়ের পর্ব এবং বিয়ের অনুষ্ঠানেই কার্যত ছক্কা হাকিয়েছে এই মেগাগুলি। আর সেটার প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে টিআরপি রেটিং চার্টেও (TRP Rating Chart)। 

বিয়ের মরসুমে বাংলা সিরিয়ালও বিয়েতেই হিটবিয়ের মরসুমে বাংলা সিরিয়ালও বিয়েতেই হিট
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 18 Dec 2020,
  • अपडेटेड 5:20 PM IST
  • চলছে রিল ও রিয়েল লাইফে বিয়ের মরসুম।
  • একাধিক বাংলা সিরিয়ালে চলছে বিয়ের পর্ব।
  • এই মেগাগুলিই সবচেয়ে হিট এই মুহূর্তে।

বিয়ের মরসুম (Wedding Season)। করোনা আবহেও ধুমধাম করে চারিদিকে বিয়ে হচ্ছে। এদিকে বাঙালির ড্রইং রুমেও রমরমিয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। একাধারে একাধিক বাংলা সিরিয়ালে (Bengali Serial) চলছে বিয়ের পর্ব এবং বিয়ের অনুষ্ঠানেই কার্যত ছক্কা হাকিয়েছে এই মেগাগুলি। আর সেটার প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে টিআরপি রেটিং চার্টেও (TRP Rating Chart)। 

বলা চলে অনুষ্ঠানকে হাতিয়ার করেই বাজিমাত করেছে একাধিক বাংলা সিরিয়াল। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল 'খড়কুটো' (Khorkuto) -তে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে সৌজন্য আর গুনগুনের বিয়ে। বিয়ের কনে ও দীর্ঘ প্রসারিত বিয়ে বাড়ির পর্ব নিয়ে বহু সমালোচনার পরেও এই সপ্তাহের রেটিং চার্টে কিন্তু প্রথম স্থানে রয়েছে 'খড়কুটো'। একই চ্যানেলের আরেক সিরিয়াল 'মোহর' (Mohor) -এও বেশ কয়েক দিন চলল মোহর ও শঙ্খ বিয়ের পর্ব। আর এই সিরিয়ালটি আবার টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে। এই দুই সিরিয়ালেরই নেপথ্য রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ও স্নেহাশীষ জানার জুটি। তাহলে কি উৎসবপ্রেমী বাঙালিকে আরও ছোট পর্দামুখী করতে এটাই তাঁদের নতুন হাতিয়ার? 

আরও পড়ুন

তাহলে সেই দিক থেকে পিছিয়ে নেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'যমুনা ঢাকি' (Jamuna Dhaki)। এখানে মুখ্য চরিত্র সঙ্গীত ও যমুনা বিয়ে হয়ে গেছে বেশ কয়েকদিন হল। এখন চলছে এই মেগার খুব গুরুত্বপূর্ণ চরিত্র গীত অর্থাৎ সঙ্গীতের বোনের বিবাহ পর্ব। এই বিয়েতে যদিও রয়েছে নতুন ট্যুইস্ট। প্রোমো দেখে বোঝা যাচ্ছে গীতের বিয়ে আদৌ হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। আর যদিও বা বিয়ে হয়, তাহলে কিভাবে যমুনা তাঁর ননদ গীতকে কন্যাভ্রষ্ঠা হওয়া থেকে বাঁচাবে তাই দেখা যাবে আগামী পর্বে।জনপ্রিয়তার নিরিখে প্রথমের দিকের রয়েছে এই সিরিয়ালও।

মিম, ট্রোল সব কাটিয়ে জনপ্রিয়তার নিরিখে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলার এই সিরিয়ালগুলি। আর সন্ধ্যাবেলা তাই প্রাইম টাইমে বাংলার ঘরে ঘরে চলছে এই মেগা।

Read more!
Advertisement
Advertisement