Advertisement

মিঠুনের 'পান্তাভাতের কুন্ডু'কে মনে আছে? কেমন হয়েছে সে এখন, দেখুন

ছোট্ট খুদে দ্বীপান্বিতা কুন্ডুকে মনে আছে? বহরমপুরের সেই ছোট খুদে আবার শিরোনামে। তবে সে আর ছোটটি নেই।

পান্তাভাতের কুন্ডু ওরফে দ্বীপান্বিতা কুন্ডুপান্তাভাতের কুন্ডু ওরফে দ্বীপান্বিতা কুন্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2020,
  • अपडेटेड 5:58 PM IST
  • পান্তাভাতের কুন্ডুকে মনে আছে সকলের?
  • লকডাউনের মধ্যে আবারও ভাইরাল হয়েছে সে।
  • বহরমপুরের খুদে দ্বীপান্বিতা এখন নাচে আরও পটু।

ছোট্ট খুদে দ্বীপান্বিতা কুন্ডুকে মনে আছে? বহরমপুরের সেই ছোট খুদে আবার শিরোনামে। তবে সে আর ছোটটি নেই।

মনে আছে বছর চারেকের খুদে দীপান্বিতা কুন্ডুকে? বহরমপুরের এই খুদে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-র মঞ্চে পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছিল। তাঁর নাচ দেখার জন্য সকলেই মুখিয়ে থাকত। লক্ষ লক্ষ দর্শকদের মন তো জয় করেই ছিল, এমনকী মহাগুরু মিঠুন চক্রবর্তীরও মন জয় করেছিল। আদর করে মিঠুন চক্রবর্তী তাকে নাম দেন 'পান্তাভাতের কুন্ডু'। 

রিয়্যালিটি শো শেষ হওয়ার পর সেভাবে তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে লকডাউনের মধ্যে আবারও ভাইরাল হয়েছে দীপান্বিতার নাচের ভিডিও। ছোট থেকেই তার নাচের জনপ্রিয়তা তুঙ্গে। বড় হয়ে নাচে যেন আরও পটু হয়ে উঠেছে দীপান্বিতা।

আরও পড়ুন

চার বছরের খুদে এখন কিশোরী৷ তবে এখনও তার জনপ্রিয়তা একই রকম থেকে গেছে। ‘ভিগি ভিগি রাত মে’ গানে তাঁর নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। 

লকডাউন এর জেরে সমস্ত চ্যানেল গুলিতেই পুরনো সিরিয়াল সম্প্রচারিত হচ্ছিল৷ পুনঃপ্রচার করা হচ্ছে। আর এর জেরে আবার শিরোনামে উঠে এসেছে দীপান্বিতা।

Read more!
Advertisement
Advertisement