Advertisement

বড়পর্দার আদৃত এবার ছোটপর্দায়, 'মিঠাই' আসছে জানুয়ারিতে

জানুয়ারিতে জি বাংলায় আসছে নতুন মেগা ধারাবাহিক 'মিঠাই'। বড়পর্দার চেনা মুখ আদৃত-কে দেখা যাবে মুখ্য চরিত্রে সঙ্গে সৌমিতৃষা। বাংলার হারিয়ে যাওয়া মিষ্টির গল্পের সঙ্গে এগোবে ধারাবাহিকের কাহিনি।

জি বাংলায় আসছে 'মিঠাই'জি বাংলায় আসছে 'মিঠাই'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2020,
  • अपडेटेड 6:11 PM IST
  • জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'মিঠাই'।
  • বড়পর্দায় আদৃত এবার ছোটপর্দায় মুখ্য চরিত্রে।
  • বাংলা হারিয়ে যাওয়া মিষ্টির সঙ্গে এগোবে ধারাবাহিকের কাহিনি।

জানুয়ারিতে জি বাংলায় আসছে নতুন মেগা ধারাবাহিক 'মিঠাই'। বড়পর্দার চেনা মুখ আদৃত-কে দেখা যাবে মুখ্য চরিত্রে সঙ্গে সৌমিতৃষা। বাংলার হারিয়ে যাওয়া মিষ্টির গল্পের সঙ্গে এগোবে ধারাবাহিকের কাহিনি।

সদ্য প্রকাশ হয়েছে মিঠাই-য়ের প্রোমো। 'মনোহরা' নামের এক বনেদি বাড়িতে মিষ্টি বিক্রি করতে আসে মিঠাই। ময়রার বাড়িতে মিষ্টি বিক্রি! হ্যাঁ, মনোহরা বাড়ির ঐতিহ্য সে বাড়ির মিষ্টি। দালানে বসে থাকা বাড়ির প্রত্যেকই মিঠাই খাওয়ায় তাঁর তৈরি মনোহরা। সেই মিষ্টি খেয়ে বেজায় খুশি সকলেই। অন্যদিকে বাড়ির গম্ভীর, মেজাজি ছেলে সিদ্ধার্থ ওরফে সিড এক্কেবারেই পছন্দ করে না মিষ্টি। মিঠাই কি পারবে মনোহরা খাইয়ে সিডের মন জয় করতে? 

 

আরও পড়ুন

রাজ চক্রবর্তীর হাত ধরে বড়পর্দায় এসেছিলেন আদৃত রায়। ২০১৮-তে মুক্তি পায় ইন্দো-বাংলাদেশি ছবি 'নূর জাহান'। তারপর 'প্রেম আমার ২' ছবিতে জয় চৌধুরী। দেবের 'পাসওয়ার্ড'-এও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এরপর আবার রাজের ছবি 'পরিণীতা'য় তাঁকে দেখা যায় আনন্দর ভূমিকায়। চারটি বাংলা ছবির পর এবার ছোটপর্দায় আদৃত। আদৃতের বিপরীতে সৌমিতৃষা কুন্ডু। এছাড়াও ধারাবাহিকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, কৌশিক চক্রবর্তী, লোপামুদ্রা সিংহ, ঐন্দ্রিলা, অর্পিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে। 

আগামী ৪ জানুয়ারি থেকে রাত ৮টায় জি বাংলায় দেখা যাবে 'মিঠাই'। 
 

Read more!
Advertisement
Advertisement