Advertisement

মনোরঞ্জন

সুরুচি সংঘে অষ্টমীর অঞ্জলিতে নুসরত-নিখিল, দেখুন ফোটো

Aajtak Bangla
Aajtak Bangla
  • 24 Oct 2020,
  • Updated 4:34 PM IST
  • 1/5

নিউ নর্মালে আর যাই বদলাক না কেন নসুরত জাহানের অষ্টমী পুজোর রুটিনে কোনও ফারাক আসেনি। এদিন সকালে স্বামী নিখিল জৈনের সঙ্গে সুরুচি সংঘে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে হাজির হন। সংবাদমাধ্যমের সামনে পোজও দিলেন দুজনে। 

  • 2/5

তবে এদিন বাড়তি পাওনা হল সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথিলা। একসঙ্গে সন্ধ্যারতি করতে দেখা গেল নুসরত ও মিথিলাকে। 

  • 3/5

অষ্টমীর সকালে মন্ডপে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। একসঙ্গে ঢাক বাজালেন সৃজিত, নিখিল এবং অরূপ বিশ্বাস। 

  • 4/5

অতিমারীর প্রকোপে উৎসবের আনন্দ কিছুটা ম্লান হলেও ঢাকে কাঠি পড়তেই আমেজ ষোলো আনা বোঝা যাচ্ছে। 

  • 5/5

শারীরিক দুরত্ব বজায় রেখে সুরক্ষা বিধি মেনেই আনন্দে মাতলেন সকলে। ঢাক বাজালেন সাংসদ। 

Advertisement
Advertisement