Advertisement

টলিউড

স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় আবীর-নুসরত! ব্রাত্য বসু-র 'ডিকশনারি' আসছে শীঘ্রই

Aajtak Bangla
  • 12 Jan 2021,
  • Updated 11:53 AM IST
  • 1/8

 নতুন বছরে মুক্তি পেতে চলেছে আবীর-নুসরত অভিনীত, ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। 
 

  • 2/8

আবার পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় আবীর চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প 'বাবা হওয়া' এবং 'স্বামী হওয়া' নিয়ে 'ডিকশনারি'র কাহিনি।
 

  • 3/8

প্রায় ১০ বছর পর ছবির পরিচালনায় ফিরলেন ব্রাত্য বসু। 'বাবা হওয়া' গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। এছাড়াও তাঁর সঙ্গে দেখা যাবে পৌলমী বসুকে।  কিছুদিন আগেই ছবির ডাবিং করতে কলকাতায় এসেছিলেন করিম।
 

  • 4/8

'স্বামী হওয়া' গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরত ও আবীর। এছাড়াও রয়েছেন মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।  

  • 5/8

এই ছবিতে আবীর অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন। পুরুলিয়া বন বিভাগের আধিকারিক তিনি। স্ত্রী- কন্যা নিয়ে সরকারি বাংলোতে থাকেন। পরিবারের প্রতি দায়িত্বশীল। আচার-ব্যবহার পরিমার্জিত, রুচিমান এবং স্বভাবে বিষণ্ণ অন্তর্মুখী।

  • 6/8

অন্যসিকে নুসরতকে দেখা যাবে স্মিতা সান্যালের চরিত্রে। পুরুলিয়া বন বিভাগ আধিকারিক অশোকের স্ত্রী সে। স্বামী আর এক মেয়ের সঙ্গে সরকারি বাংলোয় থাকেন। পুরুলিয়ার রুক্ষতা বা নির্জনতা কিংবা হয়তো বন্ধুর অভাবেই সংসারের প্রতি কিছুটা উদাসীন। স্বভাবে একেবারে যেন ছেলেমানুষ সে।
 

  • 7/8

কলকাতা সহ বোলপুর, শান্তিনিকেতনে শ্যুটিং হয়েছে ছবির বেশির ভাগ অংশের। প্রথমে ২০২০-র মার্চে শ্যুটিং শুরু হয়েছিল 'ডিকশনারি'র। তবে এরপর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় শ্যুটিং। আবার আনলক পর্বে একে একে শেষ হয় ছবির সব কাজ। 
 

  • 8/8

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত, ফিরদাউসুল হাসান এবং প্রবাল হালদার নিবেদিত এই ছবি দর্শকের মন কাড়বে বলে আশা সকলের। কিছুদিন আগেই শেষ হয়েছে ডাবিং। সঠিক তারিখ এখনও না জানা গেলেও সব ঠিক থাকলে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'ডিকশনারি'।

 

 

(ছবি সৌজন্য: ট্যুইটার)

Advertisement
Advertisement