Advertisement

মনোরঞ্জন

বুকে লেখা বিশেষ শব্দটি বোঝা যাচ্ছে অফ শোল্ডার ড্রেসে! জানেন কী লেখা আছে নুসরতের ট্যাটুতে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 06 Mar 2021,
  • Updated 3:51 PM IST
  • 1/9

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের স্টাইল স্টেটমেন্ট বিভিন্ন সময়ে আলোচিত। তাঁর সোশ্যাল পেজে উঁকি মারলেই বিভিন্ন স্টাইলিশ লুক ধরা পরে তাঁর।

  • 2/9

ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি, বিগত কয়েকদিন বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবুও অভিনেত্রী 'কেয়ার নট অ্যাটিটিউডেই' থাকতে পছন্দ করেন। 
 

  • 3/9

সম্প্রতি নুসরত শেয়ার করেছেন একটি ফ্যাশন শ্যুটের ছবি। কালো পোশাকের মানানসই গয়নার মধ্যে সবুজ রঙের বিডসের টায়রা নজর কাড়ছে সকলের।

  • 4/9

তার কিছুদিন আগেই শেয়ার করেছিলেন অফ শোল্ডার ড্রেস পরা একটি ছবি। কোনও সামুদ্রিক এলাকাতেই ছবিটি যে তোলা তা বোঝা যাচ্ছে। সানগ্লাস পরিহিত চোখেও যেন তিনি মোহময়ী। ছবিতে নুসরতের 'ভিক্টরি' লেখা ট্যাটু সকলের চোখে পড়তে বাধ্য। হঠাৎ এই ছবি কি কোনও বিশেষ বার্তা? 

  • 5/9

গত ১ মার্চ শোনা যায়, যে তিনি অসুস্থ। এমনকি কোভিডে আক্রান্ত হয়েছেন বলেও জল্পনা ছড়াতে শুরু করে। 

  • 6/9

তবে তাঁর তরফ থেকে জানা যায় যে, শুধুই জ্বর হয়েছে তাঁর। তাই বিশ্রাম নিচ্ছেন।

  • 7/9

গত ১২ মার্চ মুক্তি পেয়েছে নুসরত অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। ছবিতে স্বামী-স্ত্রীয়ের  ভূমিকায় দেখা গেছে তাঁদের। এছাড়াও তাঁর পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত' এখন মুক্তির অপেক্ষায়। নুসরতের হাতে রয়েছে আরও দুটি ছবির স্ক্রিপ্ট। কথা এগোলে খুব শীঘ্রই সে বিষয়েও জানাবেন তিনি।  
 

  • 8/9

এর আগে আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত বলেছিলেন, "এই কয়েক মাস প্রচণ্ড ব্যস্ততা চলবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনের জন্যে এখন কোনও ছবির কাজ করবো না।"

  • 9/9

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও চলছে নানা টানাপড়েন। স্বামী নিখিল জৈনের সঙ্গে একদিকে যেমন বিচ্ছেদের কথা উঠেছে, সেরকমই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর  সম্পর্কেই জল্পনাও তুঙ্গে। যদিও এবিষয়ে সরাসরি মন্তব্য করেননি দু'জনের কেউই।"

 

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
Advertisement