Advertisement

টলিউড

Aparajita Adhya: যাদবপুর থানার সিগনালে ট্র্যাফিক সামালেচ্ছেন অপরাজিতা!

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2022,
  • Updated 2:58 PM IST
  • 1/10

পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'-র মুক্তি একেবারে দোরগোড়ায়। মুক্তির আগের নিত্য নতুন কায়দায় প্রচার করা বর্তমানে একটা ট্রেন্ড। সেরকমই অভিনব কায়দায় প্রোমোশন চলছে এছবির। বুধবার রাস্তায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করতে দেখা গেল অভিনেত্রী অপরজিতা আঢ্যকে। 

  • 2/10

যাদবপুর থানার সিগনালে এদিন সকাল থেকেই ছিলেন অভিনেত্রী। বাস্তবের ট্র্যাফিক পুলিশদের সঙ্গে কলকাতার ব্যস্ততম রাস্তায় কাজ করতে দেখা গেল পর্দার এই ট্র্যাফিক পুলিশকেও। 

  • 3/10

আসলে 'কলকাতা চলন্তিকা' ছবিতে একজন ট্র্যাফিক পুলিশের চরিত্রেই দেখা যাবে অপরজিতা আঢ্যকে। প্রথম লুক প্রকাশ্যে আসার পর, নীল -সাদা উর্দিতে প্রথমবার অভিনেত্রীকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। 

  • 4/10

এদিন অপরজিতার পরনে ছিল সাদা সালোয়ার, চোখে রোদ চশমা, হাতে ওয়াকি টকি। অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে, এই কাজটি করে দারুণ খুশি তিনি। 
 

  • 5/10

বুধবার হেলমেট ছাড়া কারওকে দেখলেই ধরছিলেন অপরাজিতা। অভিনেত্রীর কথায়, "কলকাতা পুলিশকে নিয়ে খুব গর্ব হয়। ওঁদের কাজ, পরিশ্রম, নিষ্ঠা খুব ভাল লাগে। আজ এই প্রোমোশনে এসে বুঝতে পারছি ওঁরা কতটা সহযোগিতা করেন। অনেকে পুলিশকে খারাপ কথা বলে। তবে এক দু'জনের জন্য সবাইকে খারাপ বলা একদমই ঠিক না। খুব ভাল লাগছে আজ যাদবপুর থানাতে এসে।"
 

  • 6/10

অপরজিতা আঢ্য ছাড়াও  এই ছবিতে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখার্জী, কিরণ দত্ত, শতাব্দী চক্রবর্তী প্রমুখরা। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ব্যানারে, শতদ্র চক্রবর্তীর প্রযোজনায় আসছে 'কলকাতা চলন্তিকা'। 

  • 7/10

২০১৬ সালে কলকাতার বুকে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি তৈরি করেছেন পাভেল।  
 

  • 8/10

পরিচালক আগেই জানিয়েছিলেন, "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে  ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।" 
 

  • 9/10

ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বাংলা সিনেমাপ্রেমীরা আরও এক নতুন ভাল ছবি উপহার পেতে চলেছেন বলে আশাবাদী সকলে।
 

  • 10/10

২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'। 

Advertisement
Advertisement