Advertisement

মনোরঞ্জন

Chitrangada Satarupa: গার্ল গ্যাংয়ের সঙ্গে গোয়ায় বিকিনিতে উল্লাস! দেখুন চিত্রাঙ্গদার 'বোল্ড' PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2021,
  • Updated 3:27 PM IST
  • 1/10

ফের নেটপাড়ায় উষ্ণতা বাড়াচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন নেট মাধ্যমে। 

  • 2/10

 সম্প্রতি গোয়ায় গিয়েছেন চিত্রাঙ্গদা। গার্ল গ্যাংয়ের সঙ্গে করা ফটো সেশনে ভরেছে তাঁর টাইমলাইন। 

 

  • 3/10

ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে একেবারে খোশ মেজাজে উল্লাসে মেতেছেন তাঁরা। ব্যস্ততার মধ্যে সকলেই বের করেছেন ভ্যাকেশনের বিশেষ সময়। 

  • 4/10

সমুদ্র সৈকতে বিকিনিতে সেজেছেন চিত্রাঙ্গদা। কখনও আবার তাঁকে দেখা গেছে মনোকিনি, কিংবা বিচওয়্যারে। 

  • 5/10

 বলাই বাহুল্য ছবিগুলি শেয়ার করা মাত্র সেখানে যেমন শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুরা, তেমন বাদ যাননি নেটিজেনরাও। 


 

  • 6/10

তবে শুধু এখন নয়, এর আগেও বিভিন্ন সময়, সোশ্যাল পেজে চিত্রাঙ্গদা শেয়ার করেছেন 'বোল্ড' ছবি। 

  • 7/10

বছরের শুরুতেই জানুয়ারি মাসে, প্রজাতন্ত্র দিবসের দিন প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গেই বাগদান সেরে ফেলেন চিত্রাঙ্গদা। সম্বিত পেশায় পারকাশনিস্ট।। বহু তাবড় তাবড় শিল্পীদের সঙ্গত করেছেন। সম্বিত একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 
 

  • 8/10

ঘরোয়া অনুষ্ঠানেই বাগদান পর্ব সারা হয়। তবে এখনও বিয়ের ডেট জানা না গেল্রেও, শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। 

  • 9/10

 মা শতরূপা সান্যাল ও বোন ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে প্রায়ই ছবির দেখাতে পাওয়া যায় অভিনেত্রীর। তাঁরা তিনজন যে একে অপরের শক্ত খুঁটি, তা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন আগেই। 

 

  • 10/10

তবে অভিনেত্রীর এবারের গোয়া ট্রিপ তাঁর ব্যাচেলার্স পার্টি কিনা, তা জানা যায়নি। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
Advertisement