'কিশমিশ'-র চূড়ান্ত সাফল্যের পর, ফের প্রেমের ছবি নিয়ে আসছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ছবির নাম 'দিলখুশ'।
এবার রাহুল গাঁটছড়া বেঁধেছেন প্রযোজনা সংস্থা এসফিএফ -র সঙ্গে। তবে তাঁর নতুন এই ছবিতে রয়েছেন, একটি নয়, চারটি জুটি।
সোমবার সম্পন্ন হল ছবির শুভ মহরৎ। হাজির ছিলেন 'দিলখুশ'-র কলাকুশলীরা। সব ঠিক থাকলে, আগামী ৩০ জুন থেকে শুরু হবে ছবির শ্যুটিং।
ছবিতে অভিনয় করবেন মধুমিতা সরকার, পরাণ বন্দোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অনন্যা সেন, সোহম মজুমদার, উজান চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু সহ অন্যান্যরা।
অন্যান্য প্রেমের ছবির থেকে 'দিলখুশ' একটু আলাদা। আটটি চরিত্র আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে প্রেম খুঁজে পায়। সামাজিক তথাকথিত কিছু রীতিনীতির মধ্যে, গল্পের প্রতিটি কোণে মোড়ে থাকবে টানটান উত্তেজনা।
রাহুল মুখোপাধ্যায় জানালেন, "দিলখুশ আমাদের রোজকার জীবনের চাওয়া-পাওয়া ও কল্পনার একটি গল্প। ৮ জন মানুষ, যাদের প্রত্যেকের পরিস্থিতি, পেশা আলাদা, তারা এক সূত্রে বাঁধা- তা হল একাকীত্ব।"
পরিচালক আরও বললেন, "আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে তারা তাদের জীবনের ভালোবাসা খুঁজে পাবে, যা তাদের অসাধারণ করে তুলবে। প্রত্যেক ছবির গল্পের মতো এই গল্পেও ওঠাপড়া রয়েছে তবে তা একেবারে স্বতন্ত্র।"
রাহুলের কথায়, "এই ছবির নামের মতই এটির দেখার পর মিষ্টি অনুভূতি থেকে যাবে। আশা করি দর্শকদের ভাল লাগবে এবং তাদের মনেও প্রেম বিরাজ করবে।"
'দিলখুশ'-র সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন মধুরা পালিত। সঙ্গীত পরিচালনা করছেন নীলায়ন চট্টোপাধ্যায়।
এই ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ করতে চেয়েছিলেন পরিচালক। তবে ব্যস্ততা এবং শ্যুটিংয়ের তারিখ না মেলায়, কাজ করতে পারেননি অভিনেত্রী।