Advertisement

টলিউড

Hasin Jahan: 'প্যায়ার বড়া আলবেলা হ্যায়...' শামির স্ত্রী হাসিন জাহানের সে কী নাচ! VIDEO VIRAL

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Aug 2022,
  • Updated 3:10 PM IST
  • 1/10

Hasin Jahan: সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হাসিন জাহান। এবার একটি হিন্দি গানে তাল মিলিয়ে রিলস করেন তিনি। (সমস্ত ছবি সৌজন্যে হাসিন জাহানের ইনস্টাগ্রাম)

  • 2/10

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় হাসিন। মাঝে মধ্যে তাঁর বিভিন্ন হিন্দি গানের তালে রিলসগুলি ভাইরাল হয়। 
 

  • 3/10

হাসিন জাহান একজন মডেল- সেই সঙ্গে অভিনেত্রীও। বেশ কিছু ছবিতে কাজ করেছেন।

  • 4/10

হাসিন জাহানের সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার রয়েছে। তাঁর বিভিন্ন ভিডিও এবং পোস্ট ভাইরাল হতে খুব বেশি সময় নেয় না। 

  • 5/10

ইনস্টাগ্রামে সবথেকে বেশি বেশি সক্রিয় থাকেন হাসিন। বিভিন্ন পোস্ট শেয়ার করেন তিনি। 

  • 6/10

শুধু পোস্ট শেয়ার নয়, হাসিন জাহান ইনস্টাগ্রামে বিভিন্ন লাইভও করেন।

  • 7/10

তাঁর একের পর এক ছবি ভক্তদের মন জয় করে নিয়েছে। প্রচুর লাইক এবং কমেন্ট হয় হাসিন জাহানের ছবিতে। 

  • 8/10

ক্রিকেটার মহম্মদ শামি এবং হাসিন জাহান ২০১৮ সাল থেকে আলাদাভাবে বসবাস করছেন।

  • 9/10

তাঁদের একটি মেয়ে রয়েছে। মেয়েকে নিয়ে ফোটো আপলোড করতে দেখা যায় হাসিনকে।

  • 10/10

মাত্র দুই দিন আগেই মহম্মদ শামির বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছিলেন হাসিন জাহান।
 

Advertisement
Advertisement