Advertisement

মনোরঞ্জন

গলফ ক্লাবে পরিবারের সঙ্গে খোশমেজাজে, দেখুন 'হাসিখুশি' কোয়েল

Aajtak Bangla
Aajtak Bangla
  • 30 Nov 2020,
  • Updated 8:06 AM IST
  • 1/7

বহুদিন পর পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কর্মব্যস্ততা ও কোভিড আবহে বেড়ানো হয়নি তাঁর।

  • 2/7

বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সঙ্গে তাই বেরিয়ে পড়েছেন ঘুরতে। দুজনের মাঝে পোজ দেওয়া কোয়েলের ছবি দেখে মনে হচ্ছে এখনও বাবা-মায়ের আদরের সেই ছোট্ট মেয়ে তিনি।
 

  • 3/7

সঙ্গে রয়েছেন স্বামী নিসপাল সিং রানেও। পরিবারের সকলকে একসঙ্গে পেয়ে হাসিখুশি রঞ্জিত মল্লিকের মুখ। তবে ছবিতে দেখা যাচ্ছে না কোয়েল-নিসপালের ছেলেকে।

  • 4/7

কিছুদিন আগেই জয় করেছিলেন করোনা ভাইরাস কে। বাবা-মা সহ আক্রান্ত হয়েছিলেন কোয়েল। সুস্থ ছিলেন স্বামী ও ছেলে।

  • 5/7

তার আগে চলতি বছরে লকডাউনের মধ্যে মে মাসে কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের কোল আলো করে এসেছে ফুটফুটে সন্তান।

  • 6/7

 জন্মের প্রায় পাঁচ মাস পর অষ্টমীর দিন সকলের সঙ্গে শেয়ার করেছিলেন কোয়েল। সেদিনই জানিয়েছিলেন ছেলের নাম। পোস্টে তিনি লিখেছিলেন, "মহাষ্টমীর শুভ তিথিতে আমরা সকলকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলের নাম কবীর।"

  • 7/7

গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে সৌকর্য ঘোষাল পরিচালিত তাঁর অভিনীত ছবি 'রক্ত রহস্য'। ছবিটিতে 'স্বর্ণজা', একজন রেডিও জকি চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।

Advertisement
Advertisement