Advertisement

টলিউড

Kolkatar Harry: 'ম্যাজিক হয় অন্তরে...'! 'কলকাতার হ্যারি'-র ট্রেলার লঞ্চে চাঁদের হাট, দেখুন PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Mar 2022,
  • Updated 5:20 PM IST
  • 1/12

২০২০ সালের একেবারে শেষে ফ্যানেদের জন্যে উপহার নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। জানিয়েছিলেন, এবার অভিনয়ের পাশাপাশি তিনি করবেন প্রযোজনাও। ঘোষণা হয় তাঁর প্রযোজনা সংস্থা সোহম এন্টারটেইনমেন্টের প্রথম কাজ 'কলকাতার হ্যারি'-র কথা। 
 

  • 2/12

এবার প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। লঞ্চ অনুষ্ঠানে হাজির 'কলকাতার হ্যারি'-র কলাকুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা এবং HIDCO-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ সেন।  
 

 

  • 3/12

'কলকাতার হ্যারি' ছবির প্রযোজক অর্থাৎ সোহমই থাকবেন মুখ্য চরিত্রে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ছোট্ট ঐশিকা গুহঠাকুরতা।
 

  • 4/12

ছবিতে একটি ক্যামেও চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন লাবণী সরকার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সুদীপা বসু, এবং বাসন্তী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। 
 

  • 5/12

 'কলকাতার হ্যারি'-র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রোহিত ও সৌম্য। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সিনেমাটোগাফির দায়িত্ব সামলেছেন গোপী ভগত। সম্পাদনায় রয়েছেন শুভজিৎ সিংহ। এছাড়া কোরিওগ্রাফি বাবা যাদবের। 

  • 6/12

'কলকাতার হ্যারি', একটি কার পুল ড্রাইভারের গল্প, যিনি একটি কনভেন্ট স্কুলের প্রাথমিক বিভাগে কাজ করেন। এই ড্রাইভার হরিনাথ পাত্রের,গল্প বলার সহজাত গুণ রয়েছে। হরিনাথ রূপকথায় বিশ্বাসী এবং বিশেষ করে হ্যারিপটার সিরিজ তার পছন্দের। তার শখ কলকাতার রাস্তায় জাদু দেখাবে সে। 
 

  • 7/12

 ১০ বছর বয়সী তিতলি, হরিনাথের গাড়িতে যাতায়াত করে। হঠাৎ হরিনাথের বিরুদ্ধে তিতলিকে হেনস্থার অভিযোগ ওঠে। তিতলির দিদি মোহর, তার থেকে ১৪ বছরের বড়। তিনি একটি কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন।
 

  • 8/12

তিতলি ও হরিনাথের বিরল বন্ধুত্ব, জাদু এবং একটি আশ্চর্য গল্প রয়েছে এই ছবিতে। মোহর - হরিনাথ এই দুটি বিপরীত মেরুর মানুষ একই সময়, একে অপরের এবং হ্যারিপটারের প্রেমে পড়ে সমানভাবে। 
 

  • 9/12

ঘটনাচক্রে হরিনাথ তার চাকরি হারায় এবং মোহরের পরামর্শে কলকাতায় প্রথম 'স্টোরি ক্যাফে' বানানোর স্বপ্ন দেখে। কিন্তু মাঝে আসে নানা বাঁধা- বিপত্তি। মোহর -হরিনাথের মধ্যে দূরত্ব বেড়ে যায়। 
 

  • 10/12

সত্যিই কি জাদু হয়? কলকাতার হ্যারিপটার- হরিনাথ কি তার নিজের সাম্রাজ্য গড়ে, তার রাজকন্যাকে জয় করার যথেষ্ট যোগ্য? এই সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে। 
 

  • 11/12

আগে কথা ছিল ২০২১ সালে মুক্তি পাবে 'কলকাতার হ্যারি'। তবে অতিমারীর জন্য তা পিছিয়ে যায়। সব ঠিক থাকলে আগামী ৬ মে মুক্তি পাবে এই ছবি। 

  • 12/12

Advertisement
Advertisement