Advertisement

টলিউড

Mimi Chakraborty : ফোন থেকে একবারে উধাও ৭ হাজার ছবি! বেজায় খাপ্পা মিমি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2021,
  • Updated 12:33 PM IST
  • 1/12

Mimi Chakraborty: একটা বা দু'টো নয়, একেবারে ৭ হাজার ছবি এবং সেইসঙ্গে ৫০০টি ভিডিও। এক লহমায় উড়ে গিয়েছে মোবাইল থেকে। সেগুলো উদ্ধার করার হাজার চেষ্টা হয়েছে। তবে অনেক চেষ্টা চরিত্রে পর সেগুলো উদ্ধার করা যায়নি।

  • 2/12

আর এতে বেজায় খাপ্পা অভিনেত্রী-তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। টুইট করে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন তিনি।

  • 3/12

বারবার চেষ্টার পরও বন্ধুবান্ধব বা পরিজনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি ফিরে পাননি। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) নিজের অসহায়তার কথা জানিয়েছেন। অনেক চেষ্টা হয়েছে। তবে সেই ছবি বা ভিডিওগুলো একেবারেই হারিয়ে গিয়েছে।

  • 4/12

তাঁর পোস্ট দেখে অবশ্য অনেকে তাঁকে সাহায্য করতে এসেছেন। সেই সাহায্যের হাত তিনি, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) নিয়েছেন কিনা, তা জানা যায়নি।

  • 5/12

অনেকে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে পরামর্শ দিয়েছেন, এই ভাবে করলে ছবি বা ভিডিও ফিরে আসতে পারে।

  • 6/12

টুইটে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) লিখেছেন, ৭,০০০ ছবি, ৫০০ ভিডিও আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেল। আমি জানি না আমি কাঁদব, নাকি রাগ দেখাব।

  • 7/12

তিনি আরও লিখেছে,ন সেগুলো উদ্ধার করার জন্য সব রকমের চেষ্টা করেছি। কিন্তু কোনও কাজে লাগেনি। এরপর তিনি অ্যাপেল, আইফোননিজজ এবং অ্যাপেলসাপোর্টকে ট্যাগ করে করেছেন। 

  • 8/12

এ কথা বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মিমি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি সাংসদ।
 

  • 9/12

তাই সাংসদ হয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন অনুষ্ঠান অংশ নিতে হয়। সেখানে তাঁর ছবি তো সকলে তোলে। তিনিও নিজের মোবাইলে বন্দি রাখেন সেই সব মুহূর্ত।

  • 10/12

সেসব ছবি তিনি শেয়ার করেন। আর প্রচুর লাইক হয়। কমেন্টের বন্যা বয়ে যায়। ফলে কারও প্রিয় সেইসব ছবি খোয়া গেলে মনখারাপ হওয়াটা স্বাভাবিক। তাঁরও তাই হয়েছে।

  • 11/12

তবে এর মাঝেই তাঁর ভক্তদের মন্তব্য দেখলে কিন্তু তাঁর মন ভাল হয়ে যেতে পারে। যেমন একজন লিখেছেন, আপনার এর থেকে বেশি ছবি তো আমার কাছে আছে।

  • 12/12

মোবাই ফোন এবং ইন্টারনট ছাড়া এখন চলা সম্ভব না বলা যেতেই পারে। তবে এই খারাপ ঘটনার মাঝেও তাঁর ভক্তকূলের এই মন্তব্য মনখারাপ কিছুটা দূর করতেই পারে।

Advertisement
Advertisement