Advertisement

মনোরঞ্জন

টলি পাড়ার এই নায়িকারা ঝুঁকছেন লালের দিকে! ছবিতে দেখুন 'রেড হট'-দের

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Dec 2020,
  • Updated 12:26 PM IST
  • 1/6

 টলি পাড়ার নায়িকারা বরাবরই একে অপরকে ফ্যাশনে টেক্কা দেন। তার মধ্যে এখন চলছে ক্রিসমাসের আবহ। ধরা পড়ল টলি নায়িকাদের একই ধরণের ফ্যাশন স্টেটমেন্ট। তাঁরা সকলেই ঝুঁকছেন লালের দিকে।  এদিকে 'রেড হট'-দের দেখে ক্রমশ আগুন ঝরছে নেট দুনিয়ায়। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 2/6

সামনে এসেছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মিউজিক ভিডিও 'রূপ সাগরে'। সেখানে ঋতাভরী পরেছেন লাল নেটের আনারকলি। ডিসেম্বরেই এক সপ্তাহের ব্যবধানে এই দুই নায়িকাই তাঁদের মিউজিক ভিডিওতে বেছে নিয়েছেন গাঢ় লাল রঙের পোশাক। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 3/6

অন্যদিকে প্রকাশ্যে অভিনেত্রী- সংসদ মিমি চক্রবর্তীর পরবর্তী 'তোমার খোলা হাওয়া' মিউজিক ভিডিয়োর টিজার। সেখানে টকটকে লাল ফ্রিল দেওয়া শাড়ির সঙ্গে স্প্যাগেটি ব্লাউজে ধরা পড়েছে মিমির মোহময়ী লুক। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 4/6

সুন্দরবনের মৌসুনি দ্বীপের নীল ঝকঝকে আকাশ ও চারিদিকে ম্যানগ্রোভ গাছের মাঝেই ছুটে বেড়াচ্ছেন নায়িকা। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 5/6

 অভিনেত্রী পাওলি দামও পরেছেন ফ্রিল দেওয়া স্লিভলেস লং লাল রঙেরই গাউন। (ছবি সৌজন্য: ফেসবুক)

  • 6/6

অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা সম্প্রতি নজর কাড়ছেন তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে। এনার স্প্যাগেটি লং গাঢ় লাল গাউন উত্তাপ ছড়িয়েছে নেট পাড়ায়‌। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement
Advertisement