Advertisement

টলিউড

Horror-Comedy Monihara: মণিপেত্নীর ভয়ে ত্রস্ত তিনজলা গ্রাম! অতৃপ্ত আত্মার এই মজার লড়াই শেষ হবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2021,
  • Updated 11:59 PM IST
  • 1/13

মেয়েদের আত্মসম্মান রক্ষা করতে অনেকেই সরব হন, প্রতিবাদ করেন। তবে তা যদি করে এক অতৃপ্ত আত্মা? তাহলে কেমন হয়? অবাক লাগছে? এমনই এক ছবি উপভোগ করতে পারবেন আপনিও, তাও আবার বাড়িতে বসেই। 

  • 2/13

আসতে চলেছে এক হরর কমেডি 'মণিহারা'। যেখানে মজায় ভরা ও রোমাঞ্চে মোড়া ভয় রয়েছে অল্প। ছবির পরিচালনায় রয়েছেন সৌপ্তিক সি।

  • 3/13

'মণিহারা' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণিতা দাশ এবং সৌম্য মুখোপাধ্যায়। যেখানে মণিপেত্নী রূপে দর্শকদের সামনে ধরা দেবেন রণিতা এবং সূর্য চরিত্রে রয়েছেন সৌম্য। 

  • 4/13

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, গৌতম মুখোপাধ্যায়, অবন্তী দত্ত,অমিতাভ আচার্য্য, সোমা চক্রবর্তী, সায়ন ব্যানার্জী, মিশর বোস, জিয়া সর্গেল, স্বাগতা দাস প্রমুখরা। 
 

  • 5/13

তিনজলা গ্রামের মণিমালা, পণের দাবিতে প্রাণ হারায়, মাত্র ১৮ বছর বয়সে। তারপর থেকে গ্রামের কোনও বিয়েতে কেউ পণ নিলেই, সেই বরকে উধাও করে দেয়। 

  • 6/13

মণির অতৃপ্ত আত্মা সেই গ্রামেই থাকে। মেয়ের আত্মমর্যাদার জন্য লড়াই করছে সে। তিনকলায় মণিপেত্নীর ভয় সবাই ভীত।

  • 7/13

সেখানেই এক বিয়ে বাড়িতে আগমন ঘটে সূর্যের৷ তার বন্ধু রণজয়ের বিয়েতে পণ দেওয়া-নেওয়া হয়। আর সেই ঘটনার জেরেই প্রথমবার সূর্য সম্মুখীন হয় এক ভৌতিক কাণ্ডের।

  • 8/13

মণিপেত্নী তুলে নিয়ে যায় রণজয়কে। সূর্য তার বন্ধুকে বাঁচাতে পৌঁছায় সেই জঙ্গলে, যেখানে মণির বাস। মুখোমুখি হয় মণিপেত্নি ও সূর্য| তারপর? 
 

  • 9/13

তারপর ঠিক কোন দিকে গল্প এগোয় তা জানা যাবে আগামী রবিবার (২৬ ডিসেম্বর), জি সিনেমা অরিজিনালসে রাত ৯ টায়।

  • 10/13

ছুটির মেজাজে দর্শকরা বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন একই সঙ্গে মজা এবং ভয়। 

  • 11/13

প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি পরিচালনা করলেন সৌপ্তিক। তবে পরিচালনার পাশাপাশি 'মণিহারা'-র কাহিনি লিখেছেন তিনি নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। 

  • 12/13

যে কোনও হরর ছবিতে চিত্রগ্রহণ এবং নেপথ্য সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছবিতে এই দুই গুরু দায়িত্ব পালন করেছেন মধুরা পালিত এবং অম্লান চক্রবর্তী। এছাড়াও সম্পাদনায় ছিলেন দীপায়ন রায়। 

  • 13/13

স্থালান্তর ফিল্মস অ্যান্ড এন্টারটইনমেন্ট পি এল টি ডি (SFEL)-র প্রযোজনায় তৈরি হয়েছে 'মণিহারা'। 

Advertisement
Advertisement