Advertisement

টলিউড

Nusrat-Yash In Political Drama: একসঙ্গে রাজনীতির মঞ্চে যশ-নুসরত! দৃশ্যপট বাংলার ছাত্র রাজনীতি...

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 10 Feb 2022,
  • Updated 5:15 PM IST
  • 1/12

শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে পলিটিক্যাল ড্রামা 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী ও দেবাশীষ মণ্ডল। 

  • 2/12

গত নভেম্বর মাসে, সুসম্পন্ন হয়েছে ছবির শুভ মহরৎ। এদিন হাজির ছিলেন  'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র কলাকুশলীরা। 

  • 3/12

কাশ্মীর থেকে ফিরেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই ছবির ঘোষণা করেছিলেন অভিনেত্রী -প্রযোজক এনা সাহা। মা বনানী সাহার সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন এনা। তাঁদের প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্টসের ব্যানারে আসছে এই ছবি। 

  • 4/12

ডিসেম্বর থেকেই শুরু হয়েছে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং। ইতিমধ্যেই উত্তর কলকাতা, সোনাপুর সহ আরও একাধিক স্থানে হয়েছে শ্যুটিং। মাঝে করোনা পরিস্থিতির জন্য শ্যুটিংয়ে কিছুটা ব্যাঘাত হয়। 

  • 5/12

ফের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই, কাজ শুরু হয় পুরো দস্তুর। এখনও কিছু দৃশ্যের শ্যুটিং বাকি বলে, জানা গেল টিমের তরফে। 

  • 6/12

প্রিয় ছাত্রর হত্যার সাক্ষী ছিলেন মাস্টারমশাই। যে খুনটা করে, সে শুধু মাষ্টারমশাইয়ের আরেক ছাত্র ছিল না,  তার নিজের মেয়ের প্রেমিকও ছিল।  

  • 7/12

এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির দৃশ্যপটে এক 'রোলার কোস্টার রাইড'-র সাক্ষী থাকবেন দর্শকেরা।  

  • 8/12

এর আগে আজতক বাংলাকে শিলাদিত্য মৌলিক জানান, "এই ছবিটা, কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তপন সিনহাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য। ওঁর 'আতঙ্ক' ছবির সংলাপ 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' থেকেই এই ছবির নামকরণ করা হয়। ওই ছবিটা সম্পূর্ণ ছাত্র রাজনীতির উপর ছিল। তবে আমার ছবির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি হলেও, আসলে এটা তিন বন্ধুর সম্পর্কের গল্প।" 
 

  • 9/12

পরিচালক আরও বলেন, "কাশ্মীরে আমরা একটা ছোট্ট অংশ শ্যুট করেছি ছবির। এটা প্লিটিক্যাল ড্রামা তবে, একেবারেই কাল্পনিক। প্রায় কুড়ি বছরের আগের প্রেক্ষাপট দেখানো হবে। রিয়েল লাইফের রাজনীতিবীদের সঙ্গে ছবির চরিত্রের কোনও মিল নেই। " 

  • 10/12

দীর্ঘ বিরতির পর পর্দাতেও জুটিতে দেখা যাবে 'যশরত'-কে। তবে সেই ছবির পরিচালনা কে করবেন তা নিয়ে ছিল নানা জল্পনা। শেষ পর্যন্ত জানা যায়, শিলাদিত্য মৌলিকই এই গুরু দায়িত্ব সামলাবেন। 

  • 11/12

যশ, নুসরত, অনির্বাণ, দেবাশীষ ছাড়াও অভিনয় করবেন সুমন্ত মুখোপাধ্যায় এবং শ্রীতমা ভট্টাচার্য। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিলাদিত্য নিজেই। 

  • 12/12

ছবির গল্প মোমোর। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন প্রতিপ মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা অম্লান চক্রবর্তীর। সব ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। 

Advertisement
Advertisement