Advertisement

টলিউড

Jotugriha: কোন রহস্য লুকিয়ে আছে নিশাদগঞ্জের পাহাড়ে? প্রকাশ্যে 'জতুগৃহ'-র টিজার

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2021,
  • Updated 4:54 PM IST
  • 1/9

গত জুন মাসে শুরু হয়েছে সপ্তাশ্ব বসু পরিচালিত 'জতুগৃহ' (Jotugriha) ছবির শ্যুটিং। সামনে এসেছে 'হরর' (Horror) জঁনর-র এই ছবির টিজার। যেটি ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে নেটিজেনদের মধ্যে।

  • 2/9

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত,পরমব্রত চট্টোপাধ্যায় পায়েল সরকার ও নবাগতা পিয়ালি চট্টোপাধ্যায়। 'জতুগৃহ'-র প্রযোজনা করছেন রক্তিম চট্টোপাধ্যায়। 

  • 3/9

উত্তর ভারতের পেডং, কালিম্পং, কার্শিয়ং- র কিছুটা ভেতর দিকে জনবসতি থেকে একটু দূরে, ঘন জঙ্গল, ছোট হোম স্টে  এবং সেই সঙ্গে কলকাতায় কয়েকটি দৃশ্যের শ্যুটিং লোকেশন হিসাবে বেচে নেওয়া হয়েছিল। 

  • 4/9

'জতুগৃহ'-তে পরমব্রত অভিনয় করছেন একজন ৭০ বছর বয়সী যাজক, জোসেফের ভূমিকায়। এরকম চরিত্রে আগে কখনই দেখা যায়নি তাঁকে। 

  • 5/9

টিজারে একদিকে ফুটে উঠেছে কালিম্পংয়ের মনোরম দৃশ্য। অন্যদিকে পরতে পরতে রয়েছে রহস্য, কৌতূহল, ভয় এবং নিস্তব্ধতা। 

 

  • 6/9

হরর ছবিতে নেপথ্য সঙ্গীত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছবিতে সেই দায়িত্ব পালন করেছেন সঙ্গীত পরিচালক ডাব্বু। রোমহর্ষক ব্যাকগ্রাউন্ড মিউজিকে তৈরি হয়েছে একটা গা ছমছমে ব্যাপার। 
 

  • 7/9

নিশাদগঞ্জ নামে একটি রহস্যময় শহরে এক হোটেল ম্যানেজার, কাছের গির্জায় একটি মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর সেই শহরের রহস্য উন্মোচন করেন। কী আছে নিশাদগঞ্জের পাহাড়ে লুকিয়ে? রহস্যঘেরা 'জতুগৃহ' ঠিক কেমন? 
 

  • 8/9

এই সব প্রশ্নের উত্তর দিতে আগামী ফেব্রুয়ারি মাসে আসছে হাড় কাঁপানো ছবি 'জতুগৃহ'। আগে কথা ছিল চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। কিন্তু কোভিড পরিস্থিতির জেরে শ্যুটিং পিছিয়ে যাওয়ায় ছবি মুক্তির তারিখও বদল হয়েছে। 

  • 9/9

সমস্ত ছবি - সংগৃহীত 
 

Advertisement
Advertisement