Advertisement

মনোরঞ্জন

Prantik- Ankita Wedding: গোপনে গান্ধর্ব মতে বিয়ে সেরেছেন প্রান্তিক- অঙ্কিতা! ৪ মাস পর প্রকাশ্যে এলো ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Apr 2022,
  • Updated 9:31 PM IST
  • 1/9

টলিপাড়ার পরিচিত মুখ অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তী। তাঁরা যে সম্পর্কে ছিলেন একথা কারও অজানা না। গোপনে লোকচক্ষুর আড়ালে বিয়ে সেরেছেন এই জুটি, তাও প্রায় মাস চারেক আগে। শুক্রবার সেই ছবি প্রকাশ্যে আনলেন তাঁরা।

  • 2/9

সিকিমের এক পাহাড়ের কোলে গান্ধর্ব মতে, গত জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেন অঙ্কিতা- প্রান্তিক। আইনী বিয়ে বা জাকজমকে তাঁরা একেবারেই বিশ্বাসী নয়। আর এজন্যেই কাছের বন্ধু -বান্ধবদের নিয়ে চার হাত এক হয়। এমনকী দু'জনের পরিবারের সদস্যরাও জানতেন না হঠাৎ বিয়ে করবে তাঁরা। 

  • 3/9

সোহিনী সরকার, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদ)-র মতো একাধিক তারকারা হাজির ছিলেন প্রান্তিক -অঙ্কিতার বিয়েতে। তবে তাঁরা সকলেই জুটির খুব কাছের বন্ধু। বর-কনের অনুরোধেই এতদিন অবধি কেউ কোনও ছবি শেয়ার করেননি সোশ্যাল মিডিয়ায়। ফলস্বরূপ কাকপক্ষীও টের পায়নি বিয়ের বিষয়। 
 

  • 4/9

প্রান্তিক- অঙ্কিতার বন্ধুত্ব প্রায় দশ বছরের। তবে তা সম্পর্কে গড়ায় গত বছর এপ্রিল মাস থেকে। মাস কয়েকের মধ্যেই তাঁরা ঠিক করেন, এই সম্পর্ককে পূর্ণতা দেবেন। আর সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত তাঁদের। তবে শোনা যাচ্ছে প্রথম বিবাহবার্ষিকী ভাল করে উদযাপন করবেন তাঁরা। 
 

  • 5/9

বিয়ের দিন বর- কনে সেজেছিলেন সাদা পোশাকে। অঙ্কিতার সেই সঙ্গে পরনে ছিল সোনার গয়না। কনের মাথার লাল ওড়না ও সিঁথি ভর্তি সিঁদুরে উজ্জ্বল দেখাচ্ছে তাঁকে। দু'জনের গলায় ছিল লাল গোলাপের মালা।  
 

  • 6/9

বিয়ের তিনদিন আগে ডিজাইনার, মাপ নিয়েছিলেন প্রান্তিকের পোশাকের। অঙ্কিতার শাড়ি খুঁজতে গড়িয়াহাট -রাসবিহারী ঘুরেছেন তাঁরা তিনজনে। 


 

  • 7/9

 'মন ফাগুন' ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে প্রান্তিককে। এছাড়াও আগামী মাসেই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'হৃদপিন্ড'। 

  • 8/9

অন্যদিকে অঙ্কিতা ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ ও ছবির কাজে। 
 

  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম
 

Advertisement
Advertisement