২০২১ -র পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল- কংগ্রেস প্রার্থী তথা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। এই নিয়ে বিভিন্ন সময়ে স্বীকার হতে নানা ট্রোলিংয়ের।
এবার মানবিক দিক সামনে এল পরিচালকের। ১০৮ ব্যারাকপুর বিধানসভা এবং সংলগ্ন অঞ্চলের মানুষের সুবিধার্থে সোমবার থেকে ব্যারাকপুর স্টেডিয়াম পরিণত হল মিনি কোভিড হাসপাতালে।
বিশেষ এই হাসপাতালে কোভিডে আক্রান্তদের জন্য থাকছে ১০০ টি শয্যা ও আরও প্রয়োজনীয় ব্যবস্থা।
সোমবার এই হাসপাতালের উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। হাজির ছিলেন জেলার অন্যান্য আধিকারিকরাও।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন উত্তম দাস (ব্যারাকপুর চেয়ারপার্সন), মনোজ পণ্ডিত (প্রধান অর্থ সচিব), সুমিত গুপ্ত (উত্তর ২৪ পরগণা জেলাশাসক), মনোজ কুমার বর্মা (নগরপাল) প্রমুখরা।
ব্যারাকপুরের নতুন এই কোভিড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন কোভিড রোগীরা। সেই সঙ্গে হাসপাতালের তরফ থেকে একেবারে নিখরচায় তাঁদের দেওয়া হবে পুষ্টিকর খাবার।
এর কিছুদিন আগে টিটাগড়ে ৩০ শয্যাবিশিষ্ট একটি কোভিড সেফ হোম (Covid Safe Home) চালু করেছেন রাজ চক্রবর্তী। এই সেফ হোমের ২০টি পুরুষদের জন্য এবং ১০টি মহিলাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এখানেও ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টের পাশাপাশি সর্বক্ষণ থাকছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
নির্বাচনে জয়ী হওয়ার পর এই করোনা অতিমারী রুখতে ওয়ার্ড ভিত্তিক পরিকাঠামো গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ। আর সেই মতো কথা রাখছেন তিনি।
নব নির্বাচিত তারকা বিধায়ক এইভাবে ময়দানেও ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে সত্যিই থাকছে দেখে খুশি ব্যারাকপুরবাসী।