Advertisement

মনোরঞ্জন

Ritabhari Chakraborty: কালো পোশাকে সাহসী ঋতাভরী, ছবি দেখে কুপোকাৎ হচ্ছেন ভক্তরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2023,
  • Updated 9:01 PM IST
  • 1/8

বং ক্রাশ ঋতাভরীর সোশ্যাল মিডিয়ায় একবার চোখ রাখলে সেখান থেকে চোখ ফেরানো যায় না। তাঁর মিষ্টি হাসি থেকে শরীরি আবেদন তাঁর ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দেয়। সম্প্রতি একেবারে সাহসী অবতারে ধরা দিলেন ঋতাভরী। 
 

  • 2/8

চলতি বছরের মার্চে আসতে চলেছে ঋতাভরীর নতুন সিনেমা ফাটাফাটি। আর তার প্রচারের এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। রোজই তিনি সামনে আসছেন নতুন নতুন লুকে। 
 

  • 3/8

এবারেও ঋতাভরীকে দেখা গেল কালো পেশাকে। এই পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ঋতাভরী। 
 

  • 4/8

এই কালো কোট টাইপের পোশাকে অভিনেত্রীর বুক উন্মুক্ত, সঙ্গে খোলা চুল ও সাদা-সবুজ পাথর বসানো হার তাঁকে সত্যিই অনন্যা করে তুলেছিল। 
 

  • 5/8

তাঁর এই নতুন লুকস পাগল করার মতো। 
 

  • 6/8

এর আগেও একাধিকবার সাহসী অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। 
 

  • 7/8

ফাটাফাটি সিনেমায় ঋতাভরীর বিপরীতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এই ছবির জন্য অভিনেত্রী ২৫ কেজি ওজন বাড়িয়েছেন।
 

  • 8/8

তবে ওজন বাড়লেও ফ্যাশনে কোনও কমতি নেই। তিনি যে সব পোশাকেই সাবলীল তা বারবার প্রমাণ করেছেন ঋতাভরী। 

Advertisement
Advertisement