তিনি জনপ্রিয় অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে। তবে শুভেন্দু পুত্র শাশ্বতর রুপোলি পর্দায় প্রবেশ নাটকের হাত ধরে। জোছন দস্তিদারের দলে নাটক করতের তিনি। তারপরে সুযোগ আসে রাজা মিত্র পরিচালিত 'নয়নতারা' ছবিতে অভিনয়ের। (ছবি-ইনস্টাগ্রাম)
তবে সেই ছবির পরিচয়ে কেউ তাঁকে চেনেনি। এমনকি সিনেমা ইন্ডাস্ট্রিও নয়। সন্দীপ রায়ের 'বাক্স রহস্য'র তোপসে-র চরিত্র শাশ্বত জীবনে পরিবর্তন আনে। ফেলুদা সিরিজে সব্যসাচী ফেলুদা, রবি ঘোষ জটায়ু আর শাশ্বত তোপসে। টেলিভিশনে মুক্তি পায় এই সিরিজ। (ছবি-ইনস্টাগ্রাম)
এরপর 'শেয়াল দেবতা রহস্য', 'যত কাণ্ড কাঠমান্ডুতে'- একের পর এক ফেলুদা সিরিজে ক্রমশ জনপ্রিয় হন এই অভিনেতা। এই সময়েই বহু ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে শুভেন্দু পুত্রকে। (ছবি-ইনস্টাগ্রাম)
তবে শাশ্বতর আসল জনপ্রিয়তা এনে দিয়েছিল টেলিভিশন। 'রূপকথা', 'এক আকাশের নীচে'-র মতো ধারাবাহিক মাইলস্টোন অভিনেতার সিনেমা কেরিয়ারে। এই সময়ের কিছু পরেই তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের শেষ ছবি 'আমার ভুবন'-এ। (ছবি-ইনস্টাগ্রাম)
এরপরে 'বং কানেকশন', 'চলো লেটস গো', 'দোসর', 'আবার অরণ্যে'- একের পর এক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। (ছবি-ইনস্টাগ্রাম)
অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হয় 'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে। প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল শাশ্বত অভিনীত এই চরিত্র। যার জেরে বব বিশ্বাস ছবিতে জুনিয়র বচ্চনকে প্রথমে মেনে নিতে চায়নি অনুরাগীরা। (ছবি-ইনস্টাগ্রাম)
এরপরে 'বরফি', 'মেঘে ঢাকা তারা' থেকে সাম্প্রতিকতম 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী', শাশ্বতর ফিল্মোগ্রাফির গ্রাফ সমানে উঠেছে। দর্শক তাঁকে চিনেছে 'শবর' সিরিজে, ব্যোমকেশের অজিত রূপে। (ছবি-ইনস্টাগ্রাম)
ছোটপর্দাতেও সমানভাবে জনপ্রিয় তিনি। নন ফিকশন শোয়ে বা সঞ্চালনায় বাজিমাত করেন সহজেই। এই সহজাত শিল্পীর জন্মদিনে তাঁকে আজতক বাংলার শুভেচ্ছা। (ছবি-ইনস্টাগ্রাম)