Advertisement

টলিউড

Sreelekha Mitra : মাথায় হাত দিয়ে ভেনিসের রাস্তায় বসেই পড়লেন শ্রীলেখা! পাশে হলুদ ব্য়াগ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2021,
  • Updated 2:38 PM IST
  • 1/10

Sreelekha Mitra: শ্রীলেখা মিত্রর মাথায় হাত। তা-ও আবার ইউরোপ সফরে। কী কারণ, কী বৃত্তান্ত, তা ফেসবুকে মাত্র কয়েকটি খরচ জানিয়েছেন। আর কারণ জেনে আপনারও মাথায় হাত পড়তে পারে।

  • 2/10

কারণ জেনে নিই
এবার আমরা কারণ জেনে নিই। কেন শ্রীলেখা (Sreelekha Mitra)-র মাথায় হাত পড়ল! আর যে কারণে তিনি ফেসবুকে পোস্টও করেছেন। কোথায় ভেনিসে তিনি দিনরাত ঘুরে বেড়াবেন, তা না করে, মাথায় হাত দিয়ে রাস্তায় বসে আছেন!

  • 3/10

আর তা হবে না-ই বা কেন! একটা পরীক্ষা করতে গিয়ে খরচ ১১২ ইউরো। মানে কড়কড়ে প্রায় ১০ হাজার টাকা। ভেনিস এটাই আরটিপিসিআর-এর খরচ।

  • 4/10

সেই চিন্তায় তাঁর মাথায় হাত। আর শুধু মাথায় হাত নয়, মাথায় হাত দিয়ে শ্রীলেখা (Sreelekha Mitra) বসে পড়েছেন ভেনিসের পথে।

  • 5/10

ইউরোপের পথে
এক মাস হতে চলল শ্রীলেখা (Sreelekha Mitra) ইউরোপে গিয়েছেন। আর এরই মাঝে ভেনিসে গিয়ে তাঁর তো মাথায় হাত। ফেসবুকে লিখেছেন সে কথা। তিনি লিখেছেন, আরটিপিসিআর টেস্ট ১১২ ইউরো, অর্থাৎ ১০ হাজার টাকা! মাথায় হাত ভ্য়াক্সিন (না ফেরত) অভিনেত্রীর...

  • 6/10

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল


তিনি (Sreelekha Mitra) ইউরোপে ঘুরতে গিয়েছেন, এ কথা বলাটা ঠিক হবে না। তিনি কাজেই গিয়েছেন সেখানে। পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা (Once Upon A Time In Calcutta) ছবিটি ভেনিসি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।

  • 7/10

ওই ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীলেখাকে। ফলে সেই সূত্রেই তিনি ভেনিস গিয়েছেন। 

  • 8/10

কালনাগিনী মাছ!
ভেনিসের দরদাম নিয়ে শ্রীলেখার রসিকতা এই প্রথম নয়। এর আগেও তা দেকা গিয়েছে। যেমন একবার মাছের দাম নিয়ে রসিকতা করেছিলেন তিনি। ভেনিসের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে মাছের দাম দেখে ভিরমি খেয়েছিলেন।

  • 9/10

এক প্লেট মাছের দাম ৬৩ ইউরো। মানে ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা। আর তারপর তিনি ওই মাছের নাম দিয়েছিলেন 'কালনাগিনী'!

  • 10/10

ভারতের প্রতিনিধি
ভেনিস ফিল্ম ফেস্টিভ্য়ালে তাঁদের ছবি দেখানো হচ্ছে। এ কথা বলা যেতেই পারে, তাঁরা ভারতকে প্রতিনিধিত্ব করছেন। তা-ও কোথায়? ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মতো মঞ্চে।

Advertisement
Advertisement