Advertisement

মনোরঞ্জন

প্রেম-আদরে একেবারে মাখামাখি! টলিপাড়ার 'লাভ বার্ডস' শোভন-স্বস্তিকাকে নিয়ে নয়া ইকয়েশন

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 Feb 2021,
  • Updated 10:20 PM IST
  • 1/10

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কের গুঞ্জন। কয়েকদিন আগে সেই জল্পনায় শীলমোহর পড়েছে। কথা হচ্ছে টলিপাড়ার নতুন লাভ বার্ডস টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তর (Swastika Dutta) প্রেমে গায়ক শোভন গাঙ্গুলি (Sovan Ganguly)-এর বিষয়ে।
 

  • 2/10

আগে বারবারই জানিয়েছেন তাঁরা 'জাস্ট ফ্রেন্ডস'। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এমনটাই জানিয়েছেন দুজনেই।

  • 3/10

ফের প্রেমের মাসে দুজনেই সামাজিক মাধ্যেমে জানিয়েছেন দুজনের সম্পর্কের কথা। আর সেই জানান দেওয়ার কায়দাও ছিল অন্য রকম।

  • 4/10

শোভন দুজনে মিষ্টি এক মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছিলেন, "দুই দিয়ে গুন-দ্বিগুণ"। অন্যদিকে স্বস্তিকা সেই একই ছবিতে লিখেছিলেন, "হ্যাঁ"। 

 

  • 5/10

নতুন নতুন প্রেম। তাই প্রেমের মাসে দুজনেই ভাসছেন প্রেমের সাগরে। এখন দুজনের সোশ্যাল পেজে উঁকি মারলেই তা সহজে ধরা পড়ে। 

 

  • 6/10

 সকলের সঙ্গেই নতুন এই জুটি ভাগ করে নিচ্ছেন তাঁদের আদরমাখা মুহূর্তের ছবি।

  • 7/10

সম্প্রতি সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহার বিয়েতেও ফ্রেমবন্দী হয়েছিলেন স্বস্তিকা ও শোভন।
 

  • 8/10

তাছাড়া বন্ধুদের সঙ্গে হ্যাং আউট, ট্রিপ তো আছেই। 

  • 9/10

ছোটপর্দার খুব চেনা মুখ স্বস্তিকা। জনপ্রিয় 'কী করে বলব তোমায়' সিরিয়ালের রাধিকা তিনি। জি বাংলা সোনার সংসারে তাই গার্ল ফ্রেন্ড পুরস্কৃত হওয়ায় গায়কের পোস্ট, যে তিনি গর্বিত। যার পাল্টা উত্তর এসেছে,"আমিও গর্বিত।"

  • 10/10

 অন্যদিকে গায়ক শোভনও বেশ পরিচিত বিনোদন জগতে। সবশেষে বলাই যায় "যা রটে তা কিছু তো বটে"!!

 

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement
Advertisement