Advertisement

মনোরঞ্জন

Prosenjit daughter Prerna Chatterjee: প্রসেনজিৎ-কন্যার গ্ল্যামার টক্কর দেবে সকলকে, দেখুন অন্তরালে থাকা মেয়ের ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2023,
  • Updated 7:56 PM IST
  • 1/11

টলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চেনেন না এমন কেউ মনে হয় নেই। অভিনয়ের পাশাপাশি বুম্বাদার ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। দুটো ব্যর্থ বিয়ের পর অবশেষে স্ত্রী অর্পিতা ও ছেলে তৃষাণজিৎকে নিয়ে ভালোই আছেন তিনি। তবে জানেন কি প্রসেনজিৎ-এর বড় মেয়েও রয়েছেন। 
 

  • 2/11

টলিউড তারকা প্রসেনজিৎ-এর বড় মেয়ের নাম প্রেরণা চট্টোপাধ্যায়। তিনি বুম্বাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্পণা ঠাকুরতার মেয়ে। অনেকেই বুম্বাদার এই মেয়ের খবর জানেন না। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারের পর আবারও প্রসেনজিৎ-প্রেরণা চর্চায় চলে এসেছে। 
 

  • 3/11

প্রসেনজিৎকে কখনই তাঁর মেয়ের ব্যাপারে কথা বলতে শোনা যায়নি। তবে মেয়ে প্রেরণাকে দেখতে কিন্তু বাবার মতোই। 
 

  • 4/11

১৯৯৭ সালে প্রসেনজিৎ-এর সঙ্গে বিয়ে হয় অপর্ণা ঠাকুরের। তবে সেই বিয়ে টেকেনি। ২০০২ সালে প্রসেনজিৎ-এর সঙ্গে অর্পণার বিচ্ছেদ ঘটে। তাঁদের মেয়ে প্রেরণার জন্ম হয় ২০০১ সালে। তবে অপর্ণা শিশু অবস্থাতেই প্রেরণাকে নিয়ে আলাদা হয়ে যান। অপর্ণা একেবারেই গ্ল্যামার ও বিনোদন জগত থেকে পুরো আলাদা থাকতে ভালোবাসেন। খুব কম মানুষই চেনেন অপর্ণা ঠাকুরতাকে। 
 

  • 5/11

কিছুদিন আগেই ২১ বছরে পা দিয়েছেন প্রেরণা। রূপে ও গ্ল্যামারে যে কোনও টলি অভিনেত্রীদের মাত দিতে পারেন তিনি। 
 

  • 6/11

অপর্ণা তাঁর মেয়েকে নিয়ে লন্ডনেই থাকেন। প্রেরণা অপরূপ সুন্দরী। তাঁর গ্ল্যামার থেকে চোখ ফেরানো যাবে না। 
 

  • 7/11

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুম্বাদা জানিয়েছেন যে তিনি তাঁর মেয়েকে জড়িয়ে ধরতে চান। তবে সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি, যা ইশ্বর তাঁকে ঠিক সময়ে দেবেন। 
 

  • 8/11

লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করছেন প্রেরণা। নিজের বন্ধুবান্ধব ও মায়ের সঙ্গে তিনি সময় কাটাতে ভালোবাসেন।  
 

  • 9/11

বছরখানেক আগে পরিচালক জুটি সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন জাগে, তিনি কি তবে বাবার মতোই অভিনয়ে নামছেন? কিন্তু তখন অভিজিৎ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলন, না, পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। পর্দায় আসার ইচ্ছে নেই তাঁর।
 

  • 10/11

প্রেরণার একটি পোষ্য বেড়াল রয়েছে। যার নাম নোরা। প্রেরণার সম্পর্কে যতটুকু জানা যায়, তিনি জাপানি খাবার খেতে ভালবাসেন। তাঁর ডাক নাম বান্নো। 

  • 11/11

খুব কমই কলকাতায় আসেন মেয়ে প্রেরণা। মা অর্পণাকে নিয়ে লন্ডনেই নিজেদের ছোট্ট সংসার গড়ে তুলেছেন তাঁরা। 

Advertisement
Advertisement