Advertisement

মনোরঞ্জন

Anusha Viswanathan: শাড়ি থেকে বিকিনি, নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন অনুষা বিশ্বনাথন, দেখুন ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 22 Jan 2023,
  • Updated 6:52 PM IST
  • 1/8

টলিউডে এখন বেশ পরিচিত মুখ অনুষা বিশ্বনাথন। টুকটুক করে অভিনেত্রী বেশ কিছু বাংলা সিনেমায় অভিনয় করে ফেলেছেন। বাবা অশোক বিশ্বনাথন কন্যা অনুষা বর্তমানে 'মিথ্যে প্রেমের গান' সিনেমায় অভিনয় করছেন। 

  • 2/8

কিছুদিন আগে অনীক দত্তের ‘অপরাজিত’ছবিতে দুর্গার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দায় মুক্তি পাওয়ার পর যথেষ্ট প্রশংসা পেয়েছে এই ছবি। আবার বক্সঅফিসেও জনপ্রিয় হয়েছে। প্রশংসা পেয়েছে অনুষার অভিনয়ও। তবে অভিনয়ের পাশাপাশি অনুষা কিন্তু ফ্যাশনের দিক থেকে টলিউড তারকাদেরও মাত দিতে সিদ্ধহস্ত। 

  • 3/8

অনুষা ‘অপরাজিত’ সিনেমার কিশোরী দুর্গার ইমেজ অনেক আগেই ঝেড়ে ফেলে দিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ায় বর্তমান ফটোশুট দেখলে রীতিমতো ঘাম ঝড়বে নেটিজেনদের। 
 

  • 4/8

অনুষার বর্তমান ছবিগুলিতে তাঁর যৌবন উপচে পড়ছে। এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে। 
 

  • 5/8

সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক ছবিতে দেখা গিয়েছে অনুষ্কার কিলার পোজ। অভিনেত্রী জানেন কীভাবে তাঁর ভক্তদের মন জয় করতে হয়।  
 

  • 6/8

তবে শুধু এরকম ওয়েস্টার্ন আউটফিট নয়, বরং শাড়িতেও তাঁকে ভীষণ সুন্দর দেখতে লাগে দেখতে। 
 

  • 7/8

অনুষার মারকাটারি ফিগারে সব ধরনের পোশাকই দারুণ মানানসই। অভিনেত্রী তাঁর টোনড ফিগার ফ্লন্ট করতে ভোলেন না। 
 

  • 8/8

বিকিনি থেকে শাড়ি সব পোশাকই দারুণভাবে ক্যারি করতে জানেন অনুষা। 'মিথ্যে প্রেমের গান'-এ অনুষাকে দেখা যাবে শিনার চরিত্রে, যিনি একজন সত্যিকারের সঙ্গীতকার। 
 

Advertisement
Advertisement