Advertisement

মনোরঞ্জন

Subhashree Ganguly: কালো বডিকন পোশাক ও গোলাপি জ্যাকেটে নেট দুনিয়ার পারদ চড়াচ্ছেন শুভশ্রী

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2023,
  • Updated 9:10 PM IST
  • 1/8

টলিউডের ব্যস্ততম অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সংসার ও অভিনয় সমান তালে সামলাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিকতম ছবিগুলি উষ্ণতা ছড়িয়েছে নেট দুনিয়ায়। 
 

  • 2/8

শুভশ্রীর এই ছবিগুলিতে তাঁকে দারুণ সাহসী অবতারে দেখা গিয়েছে। অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের বডিকন পোশাক এবং তার ওপরে অভিনেত্রী পরেছেন গোলাপি রঙের জ্যাকেট। 
 

  • 3/8

অভিনেত্রী তাঁর এই লুকস সম্পূর্ণ করার জন্য ন্যুড মেকআপ করেছেন এবং চুল খোলা রেখেছেন। অভিনেত্রীর লাস্যময়ী ভঙ্গীমা সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছে। 
 

  • 4/8

ইউভান হওয়ার পর শুভশ্রী কঠোর পরিশ্রম করে নিজের আগের চেহারায় ফিরে এসেছেন। এখন তাঁর মেদহীন চেহারা নেট দুনিয়ার পারদ চড়ায়। 
 

  • 5/8

সন্তান হওয়ার পর ওজন বেড়ে গিয়েছিল অনেকটাই। সেই সময় কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে। নিন্দুকের কোনও কথাই কানে তোলেননি অভিনেত্রী। খানিকটা সময় নিয়েছেন বটে, তবে আবার পুরনো ছন্দে তন্বী চেহারায় ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা।
 

  • 6/8

শুভশ্রী সব পোশাকেই সাবলীল। শাড়ি থেকে শর্ট ড্রেস, জাম্পস্যুট থেকে টিউব টপ সবেতেই অভিনেত্রীকে অসাধারণ লাগে। 
 

  • 7/8

টলিউডের ব্যস্ততম অভিনেত্রী এখন শুভশ্রী। অভিনয়ের পাশাপাশি এখন তিনি প্রযোজনার কাজেও হাত পাকাচ্ছেন। 
 

  • 8/8

ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন শুভশ্রী। 

Advertisement
Advertisement