Advertisement

মনোরঞ্জন

Christmas 2020: বড়দিন উদযাপনে মেতেছেন টলি তারকারা, দেখুন ছবিতে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Dec 2020,
  • Updated 8:49 AM IST
  • 1/12

বড়দিন উদযাপনের মেতেছেন টলিউড সেলেবরা। বাড়ির সান্তা ক্লজের সঙ্গে সান্তা টুপি পড়ে সেলফি শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 2/12

অভিনেত্রী অপরাজিতা আঢ়্য নিজের বাড়িতে সান্তা সেজেছেন । জিঙ্গেল বেলস্ গাইতে গাইতে সবাইকে দিলেন বড়দিনের শুভেচ্ছা বার্তা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
 

  • 3/12

সামনেই বিয়ে। তাই একেবারে হ্যাপি হ্যাপি মুডে এই জুটি। ক্রিসমাস ইভে পার্কস্ট্রিটে নিজেদের মতো সেলিব্রেশনে মেতেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 4/12

তনুশ্রী চক্রবর্তী শেয়ার করেছেন বড়দিনের একটি থ্রোব্যাক ছবি। যেখানে লাল জ্যাকেট পরে গির্জায় বড়দিনের প্রার্থনা করেছিলেন অভিনেত্রী। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 5/12

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তীর এই বছরের বড়দিন খুবই স্পেশাল। পরিবারের এসেছে নতুন অতিথি ইউভান। তাই চক্রবর্তী বাড়ি সেজে উঠল বড়দিন উপলক্ষে। স্নোম্যান, বলগা হরিণ, ক্রিসমাস ট্রি, সবমিলিয়ে বোঝাই যাচ্ছে ছোট্ট খুদে খুবই আনন্দ পাবে এইসব রকমারি জিনিস দেখে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 6/12

পাজামা- হুডি পরে বাড়িতে ক্রিসমাস ট্রিয়ের সামনে পোজ দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জীর। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 7/12

'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ' নামে সল্টলেকের একটি স্কুল চালান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেখানকার ছাত্রছাত্রীদের কাছে তিনি সান্তা ক্লজ। প্রতি বছর এই সময়ে স্কুলে ঝুলি ভর্তি উপহার নিয়ে হাজির হন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 8/12

'মীরাক্কেল'-র সেটে সাদা চুল-দাড়ি, লাল টুপি, লাল জামা পরে কাঁধে ঝোলা নিয়ে এসেছিলেন স্বয়ং সান্তা ক্লজ। আসলে শোয়ের সঞ্চালক মীর নিজেই সেজে এসেছেন সান্তা বুড়ো। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 9/12

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের লন্ডনের বাড়ি সেজে উঠেছে বড়দিন উপলক্ষে। ফায়ার প্লেসের সামনে পোজ দিয়েছেন তিনি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 10/12

লাল জ্যাকেট  পরে ফ্যানেদের ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 11/12

 ক্রিসমাসের আগের রাতে গির্জায় মোমবাতি জ্বালিয়ে প্রভু যীশুর কাছে প্রার্থনা করলেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

  • 12/12

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সান্তার কাছে লিখেছেন এক চিঠি। চলতি বছরের খারাপ সময়ের কথা মাথায় রেখেই সকলের জন্য চেয়েছেন শুভ কামনা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

Advertisement
Advertisement