Advertisement

National Film Award: জাতীয় পুরস্কার পাচ্ছে ‘ডিপ ফ্রিজ’, বাজিমাত অর্জুন দত্তের

Best Bengali Film National Award 2025: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ফিচার ফিল্মের শিরোপা জিতে নিল পরিচালক অর্জুন দত্তর ছবি ‘ডিপ ফ্রিজ’(Deep Fridge)। ২০২৩ সালের এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী।

সেরা বাংলা ফিচার ফিল্ম ডিপ ফ্রিজ।সেরা বাংলা ফিচার ফিল্ম ডিপ ফ্রিজ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 8:14 PM IST
  • সেরা বাংলা ফিচার ফিল্মের শিরোপা জিতে নিল পরিচালক অর্জুন দত্তর ছবি ‘ডিপ ফ্রিজ’।
  • মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী।
  • ‘ডিপ ফ্রিজ’ ছবির বিষয়বস্তু এখনকার সময়ের সঙ্গে বেশ প্রাসঙ্গিক।

Best Bengali Film National Award 2025: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ফিচার ফিল্মের শিরোপা জিতে নিল পরিচালক অর্জুন দত্তর ছবি ‘ডিপ ফ্রিজ’(Deep Fridge)। ২০২৩ সালের এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। যদিও প্রচার বা হল রিলিজের অভাবে সাধারণ দর্শকরা অনেকেই এর বিষয়ে জানেন না। তবে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তা সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয়। আর এবার বাংলা সিনেমায় সেরার জাতীয় পুরস্কার পেল অর্জুনের সিনেমা। আবির ও তনুশ্রী ছাড়াও এই সিনেমায় রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, শোয়েব কবীর এবং লক্ষ্য ভট্টাচার্য্য।

‘ডিপ ফ্রিজ’ ছবির বিষয়বস্তু এখনকার সময়ের সঙ্গে বেশ প্রাসঙ্গিক। প্রাক্তন স্বামী-স্ত্রীর সম্পর্ক, বিচ্ছেদের পর তাঁদের মানসিক টানাপোড়েন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েই এই ছবির কাহিনি। আবির চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম স্বর্ণাভ, আর তনুশ্রীর চরিত্র মিলি। এই সম্পর্কের জটিলতার মধ্যেই রয়েছে তাঁদের সন্তান তাতাই, যার চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য ভট্টাচার্য্য।

ছবির সাফল্য প্রসঙ্গে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অর্জুন দত্ত বলেন, 'এই ছবি নিজের মতো করেই বানিয়েছিলাম। যখন বানিয়েছি, তেমন প্রচার পাইনি। ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকজনই সেই সুযোগ পান। আমি সেই দলে নেই। তবু নিজের মতো করেই করার চেষ্টা করেছিলাম।'

ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় মঞ্চে প্রদর্শিত হয়েছে। নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসাও পেয়েছে ‘ডিপ ফ্রিজ’। অবশেষে জাতীয় স্তরে ছবিটি স্বীকৃতি পেল।  

এই জাতীয় স্বীকৃতির পর স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইছেন, সিনেমাটি হলে কবে মুক্তি পাবে? এই প্রশ্নের উত্তরে অর্জুন জানিয়েছেন, 'এই মুহূর্তে হলে মুক্তির কোনও পরিকল্পনা নেই। তবে খুব তাড়াতাড়িই সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার ইচ্ছে রয়েছে।'

বিশেষজ্ঞরা বলছেন, এই স্বীকৃতি বাংলায় ভিন্ন ধারার কাজে নতুন করে অক্সিজেন জোগাবে। নতুন করে স্পটলাইটে আসবেন সেই সব পরিচালকরা, যাঁরা স্রেফ ভালো গল্প বলার আনন্দে সিনেমা বানান। ঠিক অর্জুনেরই মতো। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement