Advertisement

Nusrat Jahan: ইউরো নিয়ে মীরের পোস্ট, ট্রোল হলেন নুসরত!

শুক্রবার গভীর রাতে ২০২১ ইউরোর উদ্বোধনী ম্যাচ চলাকালীন এই পোস্ট করেন মীর। পোস্টে তিনি লেখেন, 'It’s EURO 2020 Italy vs ‘That Country Where Someone Got/Did Not Get Married’'. শুক্রবার ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ ছিল ইতালি বনাম তুরস্কের। তুরস্কের বোদরুমে নুসরত এবং নিখিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য গিয়েছিলেন। ফলে পোস্ট দেখেই ট্রোলিংয়ের আভাস পেয়েছেন নেটিজেনরা।

মীর - নুসরত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jun 2021,
  • अपडेटेड 11:21 AM IST
  • পোস্টের কথাগুলি ভালো করে ভেবে দেখলে তাতে যে বুদ্ধিমত্তার সঙ্গে সুক্ষ্ম খোঁচা রয়েছে তা কারও চোখ এড়ানোর কথা নয়।
  • সোশাল মিডিয়ায় ইউরো কাপ সংক্রান্ত পোস্টে নুসরতকে ট্রোল করলেন মীর।

আপাত পক্ষে দেখলে সেটা ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ সংক্রান্ত পোস্ট বলে মনে হবে। তবে পোস্টের কথাগুলি ভালো করে ভেবে দেখলে তাতে যে বুদ্ধিমত্তার সঙ্গে সুক্ষ্ম খোঁচা রয়েছে তা কারও চোখ এড়ানোর কথা নয়। বিয়ে নয় লিভ ইন, এই মন্তব্যের পর থেকে সোশাল মাধ্যমে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ভীষণ ভাবে ট্রোলড হচ্ছেন। সোশাল মিডিয়ায় ইউরো কাপ সংক্রান্ত পোস্টে নুসরতকে ট্রোল করলেন মীর।

শুক্রবার গভীর রাতে ২০২১ ইউরোর উদ্বোধনী ম্যাচ চলাকালীন এই পোস্ট করেন মীর। পোস্টে তিনি লেখেন, 'It’s EURO 2020 Italy vs ‘That Country Where Someone Got/Did Not Get Married’'. শুক্রবার ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ ছিল ইতালি বনাম তুরস্কের। তুরস্কের বোদরুমে নুসরত এবং নিখিল ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য গিয়েছিলেন। ফলে পোস্ট দেখেই ট্রোলিংয়ের আভাস পেয়েছেন নেটিজেনরা।

 

পোস্ট দেখার পর থেকে একের পর মজার কমেন্টে ভরে গিয়েছে এই অভিনেতা বাচিক শিল্পীর পেজ। এক ইউজার লিখেছেন, 'ইউরো কাপের দোহাই দিয়ে কী লেভেলের চাটন। Sir you're great'. আর এখ জনের প্রতিক্রিয়া, 'একসাথে দুটো খেলার কথা বললে গুরু। কোথায় ছিলে ওস্তাদ তুমি কোথায় ছিলে।' আর ইউজার কমেন্ট করেন, 'সহবাস এর নেমন্তন্ন পাননি বলে এই সব কুৎসা করে বেড়াচ্ছ। মানব না। আমরা দিদির সিলিং ফ্যান। দিদির লজ্জা না থাকুক আমাদের আছে। যতই মুকুল এ ফুল ছেড়ে ও ফুলে ফুটুক। দিদি তুমি সহবাস চালিয়ে যাও।' সব কমেন্টই প্রায় হালকা ছলে মজা করে লেখা হয়েছে।

গত ৯ জুন নুসরত একটি বিবতি জারি করে জানিয়েছিলেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। সেই সঙ্গে হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়। বিবৃতিতে লেখা ছিল, 'তুরস্কের বিবাহ বিধি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানটি অবৈধ। উপরন্তু, এটি একটি আন্তঃধর্মের বিয়ে ছিল, তাই এর জন্য বিশেষ বিবাহ আইন অনুসারে বৈধতা প্রয়োজন। ভারতে, যা ঘটেনি। আইনত এটি বিয়ে নয়, সম্পর্ক বা লিভ-ইন সম্পর্ক। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement