Advertisement

Madhumita Sarcar: কালো টপে মোহময়ী মধুমিতা, নেট দুনিয়ায় ঝড় তুলল অভিনেত্রীর কিলার পোজ

টেলিভিশন থেকে ওয়েব সিরিজ, মধুমিতা সরকার (Madhumita Sarcar) এখন যথেষ্ট পরিচিত এক মুখ। ছোটপর্দার পাখি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যদিও প্রায়ই তিনি কোনও না কোনও বিতর্কে জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি রীতিমতো ঝড় তোলে। সম্প্রতি মধুমিতার বেশ কিছু ছবি নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে।

মধুমিতা সরকার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামমধুমিতা সরকার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2023,
  • अपडेटेड 3:41 PM IST
  • টেলিভিশন থেকে ওয়েব সিরিজ, মধুমিতা সরকার (Madhumita Sarcar) এখন যথেষ্ট পরিচিত এক মুখ।
  • ছোটপর্দার পাখি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন
  • যদিও প্রায়ই তিনি কোনও না কোনও বিতর্কে জড়িয়ে পড়েন।

টেলিভিশন থেকে ওয়েব সিরিজ, মধুমিতা সরকার (Madhumita Sarcar) এখন যথেষ্ট পরিচিত এক মুখ। ছোটপর্দার পাখি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যদিও প্রায়ই তিনি কোনও না কোনও বিতর্কে জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি রীতিমতো ঝড় তোলে। সম্প্রতি মধুমিতার বেশ কিছু ছবি নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। 

 

 

আরও পড়ুন

বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী 
অন্যান্যবারের মতোই এবারেও এই অভিনেত্রী একেবারে বোল্ড লুকে ধরা দিলেন। কালো ডিপ নেক টপে অভিনেত্রীকে মোহময়ী লাগছে। তাঁর এই আবেদনময়ী চাউনি থেকে আপনিও চোখ ফেরাতে পারবেন না। মধুমিতার কালো রঙের টপ সাধারণ হয়েও যেন অসাধারণ। অভিনেত্রীর এই বোল্ড লুক নেট দুনিয়ায় আগুন ধরিয়েছে। 

 

কালো রঙের টপে ঝড় তুললেন অভিনেত্রী 
এদিনের ফটোশ্যুটের জন্য অভিনেত্রী একটি কালো রঙের টপ পরেছিলেন যেখানে ছিল ডিপ সুইটহার্ট নেকলাইন। যদিও এখানে অর্থাৎ বাস্ট এরিয়া থেকে গলা পর্যন্ত নেট লাগানো ছিল। এই টপটিতে ছিল কাট আউট স্লিভ। তিনি এর সঙ্গে পরেছিলেন ফ্লেয়ার্ড জিন্স। এটি একটি হাই ওয়েস্ট জিন্স ছিল। অভিনেত্রীকে এই পোশাকে দারুণ ভালো লাগছিল। মেকআপ ছিল একেবারে সামান্য এবং চুল খোলা। একে তো তাঁর স্লিম ট্রিম ফিগার তার ওপর তাঁর রূপের আগুন। সবকিছু মিলিয়ে মধুমিতা কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। 

ব্যক্তিগত জীবন চর্চিত
অভিনেত্রী মধুমিতা তাঁর অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে ফেলেছেন। টেলিপর্দার ‘পাখি’ হয়ে বহু আগেই দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এখন যদিও তিনি বড় পর্দার তারকা। রিল লাইফে বহু তারকাদের সঙ্গেই অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ডিভোর্সি। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে কেরিয়ারের প্রথম দিকে বিয়ে করলেও সেই বিয়ে টেকেনি। আলাদা হয়ে যান মধুমিতা-সৌরভ। 

Advertisement

চিনি ২-তেও অভিনয় করবেন মধুমিতা
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মধুমিতার দিলখুশ সিনেমা। এছাড়াও মৈনাক ভৌমিকের চিনি ২ সিনেমাতেও ফিরতে চলেছেন মধুমিতা-অপরাজিতা আঢ্য জুটি। ২০২০ সালে মুক্তি পেয়েছিল চিনি। সেই সিনেমাতেও মা-মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল মধুমিতা ও অপরাজিতা আঢ্যকে। এই সিনেমা সেভাবে বক্সঅফিসে হিট না হলেও বেশ আলোচিত হয়েছিল। এবারও মৈনাক ভৌমিকের চিনি সিক্যুয়েন্সে এই জুটিকেই দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।  

Read more!
Advertisement
Advertisement