Advertisement

Rituparna-Indraneil Sengupta: বড়পর্দায় নাকি জুটি বাঁধবেন ঋতুপর্ণা-ইন্দ্রনীল সেনগুপ্ত, টলিউডে জোর গুঞ্জন

এক ভিন্ন স্বাদের প্রেমকাহিনী নিয়ে তৈরি হবে ইন্দ্রনীল-ঋতুপর্ণার এই সিনেমা। যেখানে জীবন ও সম্পর্কের বহু ওঠানামা রয়েছে। কেরল এবং বাংলার যৌথ উদ্যোগে এই সিনেমা তৈরি হচ্ছে এমন কথাও শোনা যাচ্ছে।

ঋতুপর্ণা ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামঋতুপর্ণা ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 4:16 PM IST
  • লি ইন্ডাস্ট্রির খবর ঋতুপর্ণা ও ইন্দ্রনীলকে দেখা যেতে পারে একই সিনেমায়।
  • এই সিনেমার নেপথ্যে রয়েছেন ইন্দ্রাশিস আচার্য।
  • এক ভিন্ন স্বাদের প্রেমকাহিনী নিয়ে তৈরি হবে ইন্দ্রনীল-ঋতুপর্ণার এই সিনেমা।

টলিউডে বরাবরই চর্চিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়। বাংলা ইন্ডাস্ট্রিতে নয় নয় করে অনেক বছরই কাটিয়ে ফেললেন অভিনেত্রী। তাঁর অভিনয় শুধু টলিউডে নয় বলিউডেও প্রশংসিত। সম্প্রতি ঋতুপর্ণার 'মায়াকুমারী' মুক্তি পেয়েছে আর এই সিনেমাতেও তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। অন্যদিকে সন্দীপ রায়ের 'হত্যাপুরী'-র সাফল্যের পর ইন্দ্রনীল সেনগুপ্ত বেশ উৎফুল্ল রয়েছেন। টলি ইন্ডাস্ট্রির খবর ঋতুপর্ণা ও ইন্দ্রনীলকে দেখা যেতে পারে একই সিনেমায়। অর্থাৎ এই দুই তারকা জুটি বাঁধতে চলেছেন।

পরিচালনায় ইন্দ্রাশিস আচার্য
এই সিনেমার নেপথ্যে রয়েছেন ইন্দ্রাশিস আচার্য। এর আগে ইন্দ্রাশিসের সঙ্গে ঋতুপর্ণা পার্সেল সিনেমায় কাজ করেছেন, যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে ইন্দ্রনীলের সঙ্গে প্রথম কাজ করবেন ইন্দ্রাশিস। 

প্রাথমিক স্তরে রয়েছে এই সিনেমা এখন
এক ভিন্ন স্বাদের প্রেমকাহিনী নিয়ে তৈরি হবে ইন্দ্রনীল-ঋতুপর্ণার এই সিনেমা। যেখানে জীবন ও সম্পর্কের বহু ওঠানামা রয়েছে। কেরল এবং বাংলার যৌথ উদ্যোগে এই সিনেমা তৈরি হচ্ছে এমন কথাও শোনা যাচ্ছে। এই সিনেমায় নাকি অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যেতে পারে। তবে এই সবই এখন রয়েছে প্রাথমিক পর্যায়ে। তাই পরিচালক বা অভিনেতাদের পক্ষ থেকে এখন কিছুই জানানো হয়নি। 

আরও পড়ুন

ঋতুপর্ণা জুটি বাঁধবেন প্রসেনজিতের সঙ্গে
'মহিষাসুরমর্দিনী' ও 'মায়াকুমারী' সিনেমায় ঋতুপর্ণার অভিনয় রীতিমতো প্রশংসা পেয়েছে। অরিন্দম শীলের পরিচালনায় 'মায়াকুমারী'-তে ঋতুপর্ণার বিপরীতে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, ভারতীয় সিনেমার ১০০ বছরের উদযাপনে অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’। এরপর ঋতুপর্ণা অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায়। যেখানে অভিনেত্রীকে দীর্ঘদিন পর জুটি বাঁধতে দেখা যাবে প্রসেনজিৎ-এর সঙ্গে। এই জুটির পঞ্চাশতম সিনেমা হতে চলেছে এটি।      

Advertisement
Read more!
Advertisement
Advertisement