Advertisement

'খোকা'র নাচ সঙ্গে সৃজিত, জমজমাট অনির্বাণের রিসেপশন, দেখুন ভিডিও

তারকা খচিত সন্ধ্যায় খানিকটা অন্য স্বাদে উদযাপন হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের রিসেপশনের অনুষ্ঠান। সাবেকি সাজে নজর কেড়েছিলেন ড্রাকুলা স্যার। তবে এদিনে একটু বেশি খোশমেজাজে পাওয়া গেল অনির্বাণকে। স্বাভাবিকও বটে। বিয়ের রিসেপশন বলে কথা। তাই বলে নাচ! তাও আবার অনিবার্ণ! চমকে যেতে হয় বইকি। 

নাচের তালে অনির্বাণ, সৃজিত, কাঞ্চননাচের তালে অনির্বাণ, সৃজিত, কাঞ্চন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2020,
  • अपडेटेड 11:46 PM IST
  • বিয়ের রিসেপশনে মন খুলে নাচলেন অনির্বাণ ভট্টাচার্য
  • অনির্বাণের নাচের সঙ্গী সৃজিত, রুদ্রনীল, কাঞ্চন
  • খোকার এই নাচ নেটদনিয়ায় ভাইরাল

তারকা খচিত সন্ধ্যায় খানিকটা অন্য স্বাদে উদযাপন হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের রিসেপশনের অনুষ্ঠান। সাবেকি সাজে নজর কেড়েছিলেন ড্রাকুলা স্যার। তবে এদিনে একটু বেশি খোশমেজাজে পাওয়া গেল অনির্বাণকে। স্বাভাবিকও বটে। বিয়ের রিসেপশন বলে কথা। তাই বলে নাচ! তাও আবার অনিবার্ণ! চমকে যেতে হয় বইকি। 


কিন্তু এই ভিডিয়োটি দেখলে চমকে যাবেন না বরং মজা পাবেন। দিব্যি গানের তালে পা মেলাচ্ছেন অভিনেতা। আর তাঁকে সঙ্গে দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও অভিনেতা কাঞ্চন মল্লিক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই ভিডিয়ো শেয়ার করেছিলেন রুদ্র। তারপরেই তা ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয়নি। 

আরও পড়ুন


প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। তার পরের দিনই ছিল রিসেপশন। সল্টলেকের ন‌্যাশনাল মাইম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। অনির্বাণ-মধুরিমার অতিথি তালিকায় ছিল টলিউডের বহু পরিচিত মুখ। এদিন দেখা মিলল সৃজিত-মিথিলা, পরমব্রত চট্টোপাধ্যায়ের বান্ধবী ইকা, সপরিবারে কৌশিক সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সস্ত্রীক অনুপম রায়ের মতো অনেকের। 


থিয়েটারের সূত্রেই আলাপ অনির্বাণ-মধুরিমার। মধুরিমার বাবা প্রখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। রবীন্দ্রভারতীতে পড়ার সময়েই আলাপ অনির্বাণ-মধুরিমার। এ বছরের শুরু এবং শেষ বিশেষ মন্দ নয় অভিনেতার। সৃজিত মুখোপাধ্যায়ের 'দ্বিতীয় পুরুষ' দিয়ে বছরের শুরু ও সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ড্রাকুলা স্যার'। খোকা সকলের মধ্যে জনপ্রিয় হয়েছে শুরু থেকেই। আবার লকডাইনের পরে অনলাইন প্ল্যাটফর্মে প্রথম মুক্তি পেয়েছিল অনির্বাণের ছবি 'ডিটেকটিভ'।

 

Read more!
Advertisement
Advertisement