Advertisement

Anirban Bhattacharya: অনির্বাণের গানে হিন্দু ধর্মের অপমান? বিজেপির দাবি,'ইসলাম নিয়ে বলার সাহস নেই'

অনির্বাণের গান নিয়ে ইতিমধ্যেই নেট মাধ্যমে নানা মুনির নানা মত। চর্চার কেন্দ্রে, তাঁর তিন ঘোষকে টেনে আনা। কুণাল ও দিলীপকে নিয়ে মশকরা করেছেন অভিনেতা। সেই সঙ্গে জড়িয়ে নিয়েছেন শতরূপকেও। তৃণমূল, বিজেপি থেকে সিপিএম- কোনও ঘোষই ছাড় পাননি। নিন্দুকরা বলছেন, অভিনেতা শতরূপকে টেনে 'ব্যালেন্স' করার চেষ্টা করেছেন।

বিতর্কে অনির্বাণ ভট্টাচার্য। বিতর্কে অনির্বাণ ভট্টাচার্য।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Sep 2025,
  • अपडेटेड 8:38 PM IST
  • অনির্বাণের হুলিগানিজম ব্যান্ডের শোয়ের একটি অংশ নিয়ে বিতর্ক।
  • হিন্দু ধর্মকে অপমান করেছেন বলে অভিযোগ।

নেট মাধ্যমের রিলসে এখন ভাইরাল অনির্বাণ ভট্টাচার্যের 'হুলিগানিজম’ ব্যান্ডের একটি গান। তিন ঘোষকে নিয়ে তাঁর গান নিয়ে জমাটি বিতর্কও! এর মধ্যেই এবার নয়া বিতর্ক উস্কে দিল তাঁর শোয়ের একটি অংশ। ওই অংশে অনির্বাণের কণ্ঠে সনাতন নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। যা নিয়ে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। প্রশ্ন তুলেছে, কেন একটি নির্দিষ্ট ধর্মকে টেনে এনে কটাক্ষ করলেন অভিনেতা-গায়ক?

একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তার সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। ওই ভিডিওয় অনির্বাণের কণ্ঠে বলতে শোনা যাচ্ছে,'সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি। আছে নাকি কেউ এখনও? সনাতনকে ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যাচ্ছে, আমরা একটু পিছিয়ে যাব। চলুন সবাই মিলেই পিছিয়ে যাই'।

বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য,'বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলছেন। এটা আপনার বাক-স্বাধীনতার মধ্যে ততক্ষণ পড়ে, যতক্ষণ না আপনি কাউকে আঘাত করছেন। কিন্তু গানের মধ্যে সনাতনী টানার মানে কী ছিল? এগুলো নিয়ে খিল্লি করার কারণ কী?' সেই সঙ্গে তিনি যোগ করেন,'সাহস হবে নাকি ইসলাম নিয়ে বলার? বললে স্লোগান হবে সর তন...। আর বললাম না!' ভবিষ্যতে এই ধরনের কথা বললে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তরুণজ্যোতি।

অনির্বাণের গান নিয়ে ইতিমধ্যেই নেট মাধ্যমে নানা মুনির নানা মত। চর্চার কেন্দ্রে, তাঁর তিন ঘোষকে টেনে আনা। কুণাল ও দিলীপকে নিয়ে মশকরা করেছেন অভিনেতা। সেই সঙ্গে জড়িয়ে নিয়েছেন শতরূপকেও। তৃণমূল, বিজেপি থেকে সিপিএম- কোনও ঘোষই ছাড় পাননি। নিন্দুকরা বলছেন, অভিনেতা শতরূপকে টেনে 'ব্যালেন্স' করার চেষ্টা করেছেন। অন্যদিকে, অনির্বাণের গানকে 'বিপ্লব' আখ্যাও দিয়েছেন কেউ কেউ। সমালোচকরা পাল্টা বলছেন,'বিপ্লব করতে হলে চাকরি দুর্নীতি, আরজি কর নিয়ে গান বাঁধতে পারতেন অনির্বাণ'। গোটা বিষয়টি নিয়ে এখনও অভিনেতা-গায়কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement