Advertisement

Ankush Hazra-Oindrila Sen: জিমে বন্ধুত্ব, তারপর? অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমটা যে ভাবে শুরু হল...

টলিউডে চর্চিত জুটি অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা ও অঙ্কুশের সম্পর্ক এই বছর পা দিল ১৩ বছরে। সম্প্রতি তাঁদের বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। তবে এখনই এই জুটি যে বিয়ের পিঁড়িতে বসছেন না সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই তারকা জুটি। কিন্তু অনেকেই জানেন না ঐন্দ্রিলা-অঙ্কুশের প্রেমপর্ব কীভাবে শুরু হয়েছিল। আসুন জেনে নিই এই টলিউড জুটির প্রেমে পড়ার গল্প।

অঙ্কুশ-ঐন্দ্রিলা শর্মা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামঅঙ্কুশ-ঐন্দ্রিলা শর্মা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2023,
  • अपडेटेड 11:33 AM IST
  • টলিউডে চর্চিত জুটি অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।
  • ঐন্দ্রিলা ও অঙ্কুশের সম্পর্ক এই বছর পা দিল ১৩ বছরে।
  • সম্প্রতি তাঁদের বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল

টলিউডে চর্চিত জুটি অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা ও অঙ্কুশের সম্পর্ক এই বছর পা দিল ১৩ বছরে। সম্প্রতি তাঁদের বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। তবে এখনই এই জুটি যে বিয়ের পিঁড়িতে বসছেন না সে কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই তারকা জুটি। কিন্তু অনেকেই জানেন না ঐন্দ্রিলা-অঙ্কুশের প্রেমপর্ব কীভাবে শুরু হয়েছিল। আসুন জেনে নিই এই টলিউড জুটির প্রেমে পড়ার গল্প। 

জিমে বন্ধুত্ব অঙ্কুশ-ঐন্দ্রিলার
টলিউড হিরোদের মধ্যে অঙ্কুশ হাজরা বেশ জনপ্রিয়। ঐন্দ্রিলার সঙ্গে প্রেমও বহু বছরের। এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন যে তাঁর সঙ্গে ঐন্দ্রিলার পরিচয় হয় জিমে। ঐন্দ্রিলা অঙ্কুশের থেকে সাত বছরের ছোট। তাই যখন জিমে দেখা হয় তখন একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপর ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশ প্রায়ই আড্ডা মারতেন, ঘুরতে যেতেন। তবে শুধু ঐন্দ্রিলা নয়, জিমের অন্যান্য সদস্যদের নিয়েও একটা গ্রুপ তৈরি হয়ে যায়। অঙ্কুশ বলেন, 'আমরা একসঙ্গে সবাই মিলে ঘুরতেও যেতাম বিভিন্ন জায়গায়। তো সেখান থেকে কানেকশন আরও মজবুত হল। আর সেখান থেকে কখন সেটা সম্পর্কে রূপ নিল তা কেউ বুঝতেও পারিনি।' 

 

আরও পড়ুন

দশ বছরের সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলার
অঙ্কুশ তাঁর একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ঐন্দ্রিলার সঙ্গে তাঁর দেখা হয় ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি। তারপর থেকে একমাত্র ঐন্দ্রিলাই রয়েছেন অঙ্কুশের জীবনে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই তাঁদের দুজনের একসঙ্গে ছবি-ভিডিও দেখা যায়। এই তারকা জুটি ইতিমধ্যেই লিভ-ইন রিলেশনে রয়েছেন। কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাটও। তবে কবে বিয়ে করছেন এই নিয়ে কেউই এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি। 

    কবে বিয়ে করছেন 
    এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়ে ছিলেন যে তিনি ডেস্টিনেশন ওয়েডিং করতে চান এবং বিয়েতে ভালো কোনও ডিজাইনারের পোশাক পরে বিয়ে করতে চান। অপরদিকে অঙ্কুশের স্পষ্ট কথা তিনি আর ঐন্দ্রিলা যখন একসঙ্গেই থাকছেন তাহলে কেন শুধু শুধু বিয়ে করতে যাবেন। যদিও এতকিছুর মাঝেও অঙ্কুশ ও ঐন্দ্রিলা কবে বিয়ে করছেন সে বিষয়ে কোনও খবর সামনে আসেনি। 

    অঙ্কুশ-ঐন্দ্রিলা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

    আরও পড়ুন: Boney-Koushani: সম্পর্কে চিড় ধরল বনি-কৌশানীর? পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতা নায়িকার!

    এখন গোয়াতে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
    কিছুদিনের মধ্যেই অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত লাভ ম্যারেজ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে এই সিনেমা। তার আগেই প্রিহানিমুনে চলে গেলেন এই তারকা জুটি। গোয়াতে তাঁদের ছুটি উপভোগ করছেন চুটিয়ে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অঙ্কুশ। ক্যাপশনে লিখলেন, 'আমাদের প্রিহানিমুন ট্রিপ। ২৯ দিন বাকি তো ভাবলাম একটু প্রিহানিমুন সেরে আসি। ভাবছেন তো যাদের বাবা মা এরকম তাদের কে এড়িয়ে কীভাবে এটা সম্ভব হলো। জানাবো সব আপনাদের। বলেছিলাম না বিয়ে পর্যন্ত আমাদের জীবনে কি কি ঘটছে সব জানাবো। অপেক্ষা করুন।' গোয়া থেকে ফিরেই অঙ্কুশ-ঐন্দ্রিলা ঝাঁপিয়ে পড়বেন তাঁদের আগামী ছবির প্রমোশনে। এরপর আদৌ এই বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন কিনা সেটা সময়ই বলে দেবে।  

    Read more!
    Advertisement
    Advertisement