করোনা অতিমারীর (Pandemic) সময় ব্যাপক ক্ষতি হয়েছিল বিনোদন জগতে। তবে বর্তমানে অনেকটাই ছন্দে ফিরেছে টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood Industry)। আগের থেকে অনেক বেশি পরিমাণে হলমুখী হচ্ছেন দর্শকেরা। ফের প্রেক্ষাগৃহের বাইরে লাগানো থাকছে 'হাউজফুল' বোর্ড।
বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকে আরামের ওটিটি স্ট্রিমিং ছাড়াও, টিকিট কেটে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ছবিগুলির স্বাদ চেটেপুটে নিচ্ছেন বহু সিনেমাপ্রেমী (Cinema Lovers)। একদিকে একের পর এক ঘোষণা হচ্ছে, নতুন ছবির কথা। বুধবার একগুচ্ছ ছবি মুক্তির তারিখ ঘোষণা হল ক্যামেলিয়া প্রোডাকশনের (Camelia Productions) তরফে।
* ছবি: তীরন্দাজ শবর (Tirandaj Shabor)
* পরিচালনায়: অরিন্দম শীল
* অভিনয়ে: শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ কুন্ডু, অসীম রায়চৌধুরী, নাইজেল আকারা সহ অন্যান্যরা
* প্রযোজনা: ক্যামেলিয়া প্রোডাকশনস
* মুক্তির তারিখ: ২৭ মে
* ছবি: মায়াকুমারী (Maya Kumari)
* পরিচালনায়: অরিন্দম শীল
* অভিনয়ে: আবির চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরুণিমা ঘোষ, রজতাভ দত্ত ,ইন্দ্রাশিস রায়, সৌরভ দাস, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনী মিত্র সহ অন্যান্যরা।
* প্রযোজনা: ক্যামেলিয়া প্রোডাকশনস
* মুক্তির তারিখ: ১৭ জুন
* ছবি: খেলা যখন (Khela Jawkhon)
* পরিচালনায়: অরিন্দম শীল
* অভিনয়ে: মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়
* প্রযোজনা: রাজপ্রতীম প্রোডাকশনস, ক্যামেলিয়া প্রোডাকশনস ও এসভিএফ এন্টারটেনমেন্ট
* মুক্তির তারিখ: ১ জুলাই
* ছবি: ব্যোমকেশ (Byomkesh)
* পরিচালনায়: অরিন্দম শীল
* অভিনয়ে: আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সুহত্র মুখোপাধ্যায়
* প্রযোজনা: ক্যামেলিয়া প্রোডাকশনস ও এসভিএফ এন্টারটেনমেন্ট
* মুক্তির তারিখ: ১১ অগাস্ট
* ছবি: অতি উত্তম (Oti Uttam)
* পরিচালনায়: সৃজিত মুখোপাধ্যায়
* অভিনয়ে: গৌরব চট্টোপাধ্যায়
* প্রযোজনা: ক্যামেলিয়া প্রোডাকশনস
* মুক্তির তারিখ: ৩০ সেপ্টেম্বর
* ছবি: ইস্কাবনের বিবি (Iskaboner Bibi)
* পরিচালনায়: অরিন্দম শীল
* অভিনয়ে: তৃণা সাহা, অরুণিমা ঘোষ
* প্রযোজনা: ক্যামেলিয়া প্রোডাকশনস
* মুক্তির তারিখ: ১৬ ডিসেম্বর