Advertisement

Srabanti Chatterjee: শ্রাবন্তীর সঙ্গে হাতির তুলনা! 'স্তন' নিয়ে কুমন্তব্য অভিনেত্রীকে

সোশাল মিডিয়ায় একটি হাতির পাশে দাঁড়িয়ে পশু প্রেমের বার্তা দিয়ে বডি শেমিংয়ের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁর শরীরের গঠন এবং আকার নিয়ে নানা কুমন্তব্যে ভরে উঠল সোশাল পোস্টের কমেন্ট বক্স। একের পর এক কমেন্টে নায়িকার শরীর, ব্যক্তিগত জীবন, এমনকী স্তন নিয়েও অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে দেখা গিয়েছে নেটিজেনদের।

এই ছবি পোস্ট করেন শ্রাবন্তীএই ছবি পোস্ট করেন শ্রাবন্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2021,
  • अपडेटेड 1:33 PM IST
  • হাতির পাশে দাঁড়িয়ে পশু প্রেমের বার্তা দিয়ে বডি শেমিংয়ের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
  • একের পর এক কমেন্টে নায়িকার শরীর, ব্যক্তিগত জীবন, এমনকী স্তন নিয়েও অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে দেখা গিয়েছে নেটিজেনদের।

সোশাল মিডিয়ায় একটি হাতির পাশে দাঁড়িয়ে পশু প্রেমের বার্তা দিয়ে বডি শেমিংয়ের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁর শরীরের গঠন এবং আকার নিয়ে নানা কুমন্তব্যে ভরে উঠল সোশাল পোস্টের কমেন্ট বক্স। একের পর এক কমেন্টে নায়িকার শরীর, ব্যক্তিগত জীবন, এমনকী স্তন নিয়েও অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে দেখা গিয়েছে নেটিজেনদের।

সদ্যই হবু বউমার জন্মদিন কলকাতায় পালন করে ফের বেরিয়ে পড়েছেন ঘুরতে, তেমনই বলছেন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। একটি হাতির সঙ্গে দুটি ছবি পোস্ট করে শ্রাবন্তী জীব জন্তুদের প্রতি সদয় হওয়ার বার্তা দেন। লেখেন, ‘পশুদের প্রতি আর একটু বেশি মানবিকতা দেখালে মানুষ কিছুই হারাবে না’। শ্রাবন্তী ভীষণ রকম পশুপ্রেমী। বাড়িতে তাঁর পোষ্য সারমেয়ও রয়েছে।

 

আরও পড়ুন

ছবিতে কালো জিনস আর গোলাপি টপ পরে ছিলেন শ্রাবন্তী। সঙ্গে ফ্লোরাল প্রিন্টেট বোতাম খোলা শার্ট। এই ছবি দেখেই হু হু করে শ্রাবন্তীকে ট্রোল করতে ছুটে আসেন নিন্দুকরা। একজন লিখেছেন,‘দুটো হাতি একই ফ্রেমে’, আন্য আর একজন লিখেছেন, ‘আপনাদের মধ্যে হাতি কোনটি?’ আর একজন লেখেন,‘দুজনকে খুব ভাল মানিয়েছে, বিয়ে করে নিন’। বেশ কয়েক জন তাঁর স্তনের আকার নিয়ে অত্যন্ত হীন মন্তব্য করেন।

বর্তমানে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। একই সঙ্গে তাঁর নতুন বয়ফ্রেন্ডের নামও প্রকাশ্যে এসেছে। গুঞ্জন রয়েছে, পরিস্থিতি অনুকূল হলেই দুজনে বিয়ের পিড়িতে বসতে পারেন। একাধিক বিয়ের জন্য শ্রাবন্তী বহুবার ট্রোলড হয়েছেন এর আগে। কুমন্তব্য তাঁকে আগেও অনেকবার শুনতে হয়েছে। কিন্তু সে সব নিয়ে ভাবিত নন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি।

 

Read more!
Advertisement
Advertisement