Advertisement

Sesh Pata Trailer Release: জীবনের ৩৪৯তম সিনেমায় পা প্রসেনজিতের, প্রকাশ্যে 'শেষ পাতা'-র ট্রেলার

সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। পরিচালক অতনু ঘোষের হাত ধরে অভিনেতা এবার একেবারে নতুন এক চরিত্র নিয়ে হাজির হবেন ‘শেষ পাতা’ সিনেমায়। বয়সের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা এবং সত্ত্বাকেও দিব্য পাকাপোক্ত করে তুলেছেন প্রসেনজিৎ। এবার ৫৮ বছর বয়সী এক মানুষের চরিত্রে অভিনয় করছেন তিনি। মঙ্গলবার সেই ছবির ট্রেলার মুক্তি পেল।

শেষ পাতা সিনেমার ট্রেলার লঞ্চ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 9:13 PM IST
  • সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
  • এবারেও তার ব্যতিক্রম হবে না
  • পরিচালক অতনু ঘোষের হাত ধরে অভিনেতা এবার একেবারে নতুন এক চরিত্র নিয়ে হাজির হবেন ‘শেষ পাতা’ সিনেমায়

সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। পরিচালক অতনু ঘোষের হাত ধরে অভিনেতা এবার একেবারে নতুন এক চরিত্র নিয়ে হাজির হবেন ‘শেষ পাতা’ সিনেমায়। বয়সের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা এবং সত্ত্বাকেও দিব্য পাকাপোক্ত করে তুলেছেন প্রসেনজিৎ। এবার ৫৮ বছর বয়সী এক মানুষের চরিত্রে অভিনয় করছেন তিনি। মঙ্গলবার সেই ছবির ট্রেলার মুক্তি পেল। 

ময়দানের ঘাসের গায়ে কার লাশের ছোঁয়া? ২২ বছরের এক তরুণের প্রেমিকার জন্যে অপেক্ষা, কবির বয়স হয়েছে, লিখতে পারেন না তবুও চুক্তি হয় কোনও এক প্রকাশকের সঙ্গে, কবিকে লিখতে হবে, টাকা নিয়েছেন যে ৷ তবুও কোনও মতেই লিখছেন না লেখক ৷ জমেছে ঋণ, যে ঋণে তৈরী হয়েছে, ‘শেষ পাতা’। এই নিয়েই পুরো ছবি। তবে সেই ঋণের ভেতর জমেছে গল্প। সেই গল্পই বলবে ‘শেষ পাতা’।

 

আরও পড়ুন: রাজ চুটিয়ে সংসার করছেন, কিন্তু মিমি এখনও সিঙ্গল, কারণ জানালেন নায়িকা

চরিত্রের প্রয়োজনে নিজেকে বারংবার ভেঙেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে ৫৮ বছর বয়সের এক মধ্যবিত্ত,রুগ্ন মানুষের চরিত্রে। যার মাথায় পাকা চুল,তাতে উঁকি দিচ্ছে টাকা। চোখে রয়েছে মোটা কালো ফ্রেমের চশমা, চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠেছে রুগ্নতার ছাপ। মুখভর্তি কাঁচা-পাকা দাঁড়ি,গালের এক অংশে কালো দাগ,চোখের নীচে কালি। এক ঝলক তাকালে চেনাই দায়,টলিপাড়ার প্রিয় বুম্বাদাকে। সোমনাথ কুণ্ডুর মেকআপে ‘শেষ পাতা’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাল্মিকীর চরিত্রটি অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছে। আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’। এই ছবি দিয়েই প্রসেনজিৎ তাঁর জীবনের ৩৪৯তম সিনেমায় অভিনয় করে ফেললেন। 

Advertisement

আরও পড়ুন: দেব-শুভশ্রীর লিপ-লক, চর্চায় 'ধূমকেতু'র KISS, রিলিজ কবে?

পরিচালকের সঙ্গে এই নিয়ে তিন নম্বর ছবি বুম্বার। এর আগে ময়ূরাক্ষী এবং রবিবারে একসঙ্গে জুটি বেঁধেছিলেন। এদিকে, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী রয়েছেন এই ছবিতে। শুধু অভিনেত্রী হিসেবে নয়। বরং, একজন গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এই ছবিতে দুটি প্লেব্যাক রয়েছে তাঁর। অভিনেত্রী বলছেন যে তাঁর শেষ পাতা দিয়েই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ট্রেলার মুক্তির আগে ররিবার নিজের সোশ্যাল পেজ থেকে বিষয়টি শেয়ার করলেন পরিচালক নিজেই। ছবিতে সাহিত্যিক বাল্মিকী সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement