Advertisement

Dev- Jeet Viral Video: জিতের বিয়েতে বড় কাণ্ড করেছিলেন দেব! হঠাৎ ভাইরাল সেই ভিডিও

Tollywood Gossips: বক্স অফিসে যুদ্ধ থাকলেও, দুই টলিউড সুপারস্টারের সম্পর্ক খুবই ভাল। কথা হচ্ছে দেব ও জিতকে নিয়ে। একসঙ্গে কাজ করেছেন মাত্র একটা ছবিতেই।

দেব ও জিৎ (ছবি:ফেসবুক)দেব ও জিৎ (ছবি:ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Apr 2025,
  • अपडेटेड 2:30 PM IST

তারকাদের একে অপরের সঙ্গে কেমন রসায়ন তা বোঝা মুশকিল। আজ আড়ি, কাল ভাব। যদিও বক্স অফিসে যুদ্ধ থাকলেও, দুই টলিউড সুপারস্টারের সম্পর্ক খুবই ভাল। কথা হচ্ছে দেব ও জিতকে নিয়ে। একসঙ্গে কাজ করেছেন মাত্র একটা ছবিতেই। তবে ইচ্ছে আছে, একসঙ্গে বড় কাজ করার। একথা একাধিকবার নিজেই বলেছেন জিৎ। দু'জনেরই ফ্যানেদের সংখ্যা বিপুল। নেটমাধ্যমে হঠাৎই ঘুরছে জিৎ- দেবের একটি পুরনো ভিডিও। কী রয়েছে সেই ভাইরাল ভিডিওতে? 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিতের বিয়েতে গান গাইছেন দেব। সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে তাঁর সঙ্গে গান ধরলেন দেব। জিতের 'জোশ' ছবির জনপ্রিয় গান 'খুঁজেছি তোকে রাত বেরাতে' শোনা গেল দেবের মুখে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, দারুণ উপভোগ করছেন সকলেই। এক সংবাদমাধ্যমে প্রচারিত এই খবরের একটি অংশ গুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

 

আরও পড়ুন

 

'দুই পৃথিবী' ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও জিৎ। তবে সংবাদমাধ্যমের তরফে জিৎকে প্রশ্ন করা হয়, একফ্রেমে কি দেখা যাবে প্রসেনজিৎ-জিৎ -দেবকে? উত্তরে অভিনেতা বলেন, "ক'দিন আগেই বুম্বাদা বলছিল 'চল একসঙ্গে তিনজন মিলে ছবি করি'। যদি কোনও এমন স্ক্রিপ্ট আসে, তাহলে আমি নিজে থাকতে উদ্যোগ নেব। একসঙ্গে কাজ করব। বুম্বাদা এ রকম ছবির প্রস্তাব দিয়েছেন। আমার তো কোনও সমস্যা নেই। তিন জনে একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।"  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতের হিন্দি ওয়েব সিরিজ 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার' দারুণ সফল। এখন অপেক্ষার সত্যি সত্যি কবে তিন সুপারস্টারকে একসঙ্গে বাংলা বিতে দেখা যায়। 

 

প্রসঙ্গত,  ২০০৯ সালের  জুন মাসে মোহনা রাতলানির সঙ্গে প্রেম শুরু হয় জিতের। এরপর ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন জিৎ- মোহনা। ২০১২-র ডিসেম্বরে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান নভন্যার। ২০১৩-র অক্টোবর মাসে জুটির কোল আলো করে জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান-রোনভের। একথা প্রায় সকলেরই জানা, মা-বাবা, স্ত্রী- সন্তানদের নিয়েই জিতের জগৎ। কোনও ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার, সর্বত্র পরিবারের সঙ্গেই দেখা যায় নায়ককে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement