
তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়ক- নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের তারকার সম্পত্তি, গাড়ি- বাড়ি কত।
টলিউডের অন্যতম সুপারস্টার দেব, এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। জেনে নেওয়া যাক, 'টলিউডের রাজার রাজা' দেব কত সম্পত্তির মালিক।
দেবের বয়স ও পড়াশোনা
২০২৪ -র লোকসভা নির্বাচনে জমা দেওয়া সম্পত্তির হলফনামা অনুযায়ী, দীপক অধিকারী অর্থাৎ দেবের ২০২৪ সালে বয়স ছিল ৪১ বছর। যার অর্থাৎ এখন তাঁর বয়স ৪৩ বছর। পুনের ভারতীয় বিদ্যাপীঠ জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি পেয়েছেন তিনি ২০২৩ সালে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে মাধ্যমিক! ১৪ ঘণ্টা শ্যুট করে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন লাজো, কুসুমরা?
দেবের সম্পত্তির পরিমাণ
দেবের মোট সম্পদ ৩৭,১৩,৪৭,০৬৯ টাকার এবং মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২,৯৫,৭৩,১২২ টাকা। ২০২২- ২০২৩ আর্থিক বছরে, দেবের আয়কর রিটার্নে প্রদর্শিত মোট আয় ৪,৯৯,১৫,৭৭০ টাকা। অভিনেতার কাছে ২৬,৭৫৮ নগদ টাকা ছিল। এছাড়া ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক সংস্থায় জমা রাখা অর্থের পরিমাণ ১০,২০,৬৬,৩৭১.১৫ টাকা। এছাড়া কোম্পানির বন্ড, শেয়ার এসবে তাঁর সম্পত্তির পরিমাণ ২,১৫,০১,৭৬৫ টাকা। এলআইসি বা অন্যান্য বীমা রয়েছে ১,২২,০০,০০০ টাকার। ব্যক্তিগত ঋণ রয়েছে ১,১৯,৬৯,৫০০ টাকার এবং গাড়ি রয়েছে ১,১২,৪০,০০০ কোটির। অভিনেতার কাছে গয়না রয়েছে ৪৯,১৮,৫৮২ টাকার এবং অন্যান্য সম্পদ (এফডিতে জমা হওয়া সুদ, ঘড়ি) পরিমাণ ৮৩,১২,০৯৩ টাকার। তাঁর মোট স্থূল মূল্য (হলফনামা অনুযায়ী) ১৭,২২,৩৫,০৬৯ টাকার এবং মোট (মূল্যসমূহের যোগফল হিসাবে গণনা) ১৭,২২,৩৫,০৬৯.১৫ টাকার। দেবের একাধিক বাড়ি, অফিস মিলিয়ে মোট সম্পত্তি ১৯,৭২,৭২,০০০ টাকার। এছাড়া বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন ও স্থাবর, অস্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ২,৫৬,৭৫,৪৩১ টাকার।
দেবের ২০২৬-র ক্যালেন্ডার
বছরের প্রথম দিনে দেব বড় ঘোষণা করেন। চলতি বছরে তিন বড় ছবি আনতে চলেছেন তিনি। যার মধ্যে একটি ছবি সম্পর্কে ইতিমধ্যে সকলেই জানলেও, বাকি দুটো বড় চমক। কারণ এবার নিজের দুই সফল ছবির সিক্যুয়েল আনতে চলেছেন মেগাস্টার। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা', 'টনিক ২', 'খাদান ২' মুক্তি পাবে ২০২৬-এই। সাধারণত স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং বড়দিনের আগে মুক্তি পায় দেবের ছবি। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' আসবে স্বাধীনতা দিবসের আগে। বাকি পড়ে রইল 'টনিক ২' ও 'খাদান ২'। এবার দেখার পুজো এবং বড়দিনে কোনটা মুক্তি পায়।
এদিকে আবার বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। চমক এখানেই শেষ নয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স।তাহলে কি 'টনিক ২' বা 'খাদান ২'-তে দেবের সঙ্গে জুটি বাঁধবেন শুভশ্রী? নাকি তালিকায় যোগ হতে চলেছে আরও এক ছবি? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে বলাই বাহুল্য ২০২৬-এ টলিউডে জব্বর টক্কর হতে চলেছে।