Advertisement

Dev Rukmini Distance: ফের দূরত্বের গুঞ্জন! কেন দেবের পাশে ছিলেন না? এবার সাফাই রুক্মিণীর

Tollywood Gossips: 'ধূমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়ে রুক্মিণীর মুখে শোনা যায় 'আমি ছিলাম, আছি থাকব...।' কিছুটা স্বস্তিতে ছিলেন জুটির ভক্তরা। তবে ফের তারা কিছুটা নিরাশ হয় এবং দুশ্চিন্তায় পড়ে, কারণ দেবের পুজোর ছবি 'রঘু ডাকাত'-র কোনও ইভেন্ট বা স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন না তাঁর প্রিয়তমা।

দেব- রুক্মিণী (ছবি: ফেসবুক)দেব- রুক্মিণী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 5:02 PM IST

টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। বেশ কিছুদিন ধরে স্টুডিও পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, দূরত্ব তৈরি হয়েছে দেব ও রুক্মিণী মৈত্রর মধ্যে। এই নিয়ে বিরাট চিন্তায় ছিলেন তারকা জুটির অনুগামীরা। ফ্যান থেকে শুরু করে অন্যান্য তারকাদের একটাই আলোচনা, সত্যিই কি চিড় ধরেছে দেব- রুক্মিণীর প্রেমে? 

দেব- রুক্মিণীর সম্পর্কে সমস্যা হয়েছে, এই জল্পনার সূত্রপাত হয় দেবের করা একটি মন্তব্যের পরে। এক সংবাদমাধ্যম তাঁর 'সিঙ্গেল' অর্থাৎ একাকী ইন্টারভিউ করতে চেয়েছিলেন। এর উত্তরে টলিউডের রাজার রাজা বলেন, 'আমি তো সিঙ্গেলই...।' এরপরই শোনা যায়, দেবকে ইনস্টাতে আনফলো করেছেন রুক্মিণী। ব্যাস! এরপর থেকেই শুরু হয় চর্চা। এরই মাঝে আরও একটি খবর রটে যায়। নতুন নায়িকা ইধিকা পালের সঙ্গে নাকি দেবের ঘনিষ্ঠতা বেড়েছে। আসলে 'খাদান'-র প্রচারের সময় দেব- ইধিকার অনস্ক্রিন রসায়ন, অফস্ক্রিনেও দেখা যায়।

আরও পড়ুন

যদিও এত জলঘোলা হওয়ার পরে 'ধূমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়ে রুক্মিণীর মুখে শোনা যায় 'আমি ছিলাম, আছি থাকব...।' কিছুটা স্বস্তিতে ছিলেন জুটির ভক্তরা। তবে ফের তারা কিছুটা নিরাশ হয় এবং দুশ্চিন্তায় পড়ে, কারণ দেবের পুজোর ছবি 'রঘু ডাকাত'-র কোনও ইভেন্ট বা স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন না তাঁর প্রিয়তমা। পুরনো জল্পনা নতুন করে উস্কে দেয়, রুক্মিণীর অনুপস্থিতি। 

সম্প্রতি মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন রুক্মিণী। এক কালীপুজোর উদ্বোধনে তাঁর দেখা মিলতেই, এপ্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় তাঁর দিকে। অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, "আমি কলকাতায় ছিলাম না, এসেছি। আমার কালীপুজো শুরু হল কলকাতা থেকে। খুব আনন্দ হচ্ছে। এই শহরে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবো। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। 'রঘু ডাকাত'-র সময় আমি ছিলাম এখানে। শ্যুটে ছিলাম। উফ বাবা! কেউ যদি জিজ্ঞেস করে আমি কোথায়, এই প্রশ্নের একটাই উত্তর। আমি বলব, আমায় খুঁজতে থাকো।" 

Advertisement

প্রসঙ্গত, টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের। এত ব্যস্ততার মধ্যে একান্তে সময় কাটানো খুব কম সুযোগ হয়। টাইট শিডিউল থেকেই কিছুটা সময় বের করে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, প্রায়ই ভ্যাকেশনে যান। জীবনের বেশিরভাগ ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত  'চ্যাম্প', 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র মতো ছবিগুলি ভাল সাড়া ফেলেছে।  


 

Read more!
Advertisement
Advertisement