Advertisement

Dev Rukmini New Luxury Car: দেবকে সঙ্গে নিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছেন রুক্মিণী? দাম শুনলে চমকে যাবেন

Tollywood Gossips: জল্পনায় ইতি টেনে, সম্প্রতি দেবের বাড়ির গণেশ পুজোয় হাজির হয়েছিলেন নায়িকা। আবার 'ধুমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়েও হাতে- হাত ধরে এসে বলেছেন, 'আমি ছিলাম, আছি থাকব...।"  

দেব- রুক্মিণী (ছবি: ফেসবুক)দেব- রুক্মিণী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2025,
  • अपडेटेड 11:44 AM IST

আলোচনায় থাকেন দেব ও রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের। এত ব্যস্ততার মধ্যে একান্তে বিশেষ সময় কাটাতে মাঝে মধ্যেই ভ্যাকেশনে যান জুটি। তবে এরই মাঝে টিনসেল টাউনে বেশ কিছুদিন ধরেই জল্পন, দূরত্ব তৈরি হয়েছে দেব- রুক্মিণীর মধ্যে। যদিও সেই জল্পনায় ইতি টেনে, সম্প্রতি দেবের বাড়ির গণেশ পুজোয় হাজির হয়েছিলেন নায়িকা। আবার 'ধুমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়েও হাতে- হাত ধরে এসে বলেছেন, 'আমি ছিলাম, আছি থাকব...।"  

রুক্মিণীর স্বপ্নপূরণ

রুক্মিণী পাড়ি দিয়েছেন মায়ানগরীতে। বলিউডে কাজের স্বপ্নপূরণে আপাতত তিনি মুম্বইয়ের বাসিন্দা। দেবও তাঁর পার্টনারের পাশে থাকছেন। কাজের ব্যস্ততার মধ্যেও, দেখা করতে হাজির হন সেখানে। তবে এই মুহূর্তে তিনি কলকাতায়। ফলে দেবের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে তাঁকে। মনে করা হচ্ছে, উৎসবের দিনগুলো এখানে কাটিয়ে ফিরবেন মুম্বইতে। এরই মধ্যে নায়িকার পরিবারে এল নতুন অতিথি। 

 

বিলাসবহুল গাড়ি

নেটমাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন রুক্মিণী। বিএমডব্লিউ ৫ সিরিজের একটি গাড়ি কিনেছেন তিনি। সাদা রঙা গাড়িটির কলকাতায় অনরোড (ভ্যারিয়েন্ট অনুযায়ী নির্ভর করছে) দাম প্রায় ৮৭.৭৫ লক্ষ টাকা থেকে প্রায় ১ কোটি টাকা। গাড়িটি বাড়িতে আনার সময় শোরুমে গিয়ে তাঁর সামনে দাঁড়িয়ে ফোটোসেশন করেছেন জুটি। 

দেব- রুক্মিণী জুটি 

প্রসঙ্গত, বক্স অফিসে ভালই ছাপ ফেলেছে দেব- শুভশ্রীর 'ধূমকেতু'। দেব এখন ব্যস্ত 'রঘু ডাকাত'-র প্রচার নিয়ে। অন্যদিকে রুক্মিণী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বি-টাউনের নিজের জমি শক্ত করার। যদিও জীবনের বেশিরভাগ ছবিতেই, দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত  'চ্যাম্প', 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র মতো ছবিগুলি ভাল সাড়া ফেলেছে।  


 

Read more!
Advertisement
Advertisement