
তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। কথা হচ্ছে দেবকে নিয়ে। এই মুহূর্তে তিনি টলিউডের মেগাস্টার। বর্তমানে 'প্রজাপতি ২' নিয়ে ব্যস্ত টলিউডের রাজার রাজা। প্রচার পর্বের মাঝেই একগুচ্ছ সিক্রেট সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা।
একটি প্রচলিত প্রবাদ 'যে রাঁধে সে চুলও বাঁধে...', সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে যদি ছেলেদের জন্যেও একই প্রবাদ ব্যবহার করা যেত, তাহলে তা দেবের জন্যেও প্রযোজ্য হত। কারণ একজন এত বড় মাপের তারকা হয়েও, এখনও বাড়ির বহু কাজ করেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। প্রত্যাখ্যান পেয়েছেন বহুবার। কটূক্তিও কম শুনতে হয়নি। এমনকী প্রশ্ন উঠেছে তাঁর কথা বলার ভঙ্গী, উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়েও। তবু হার মানেননি। উল্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের দিকেই। আজ সেই নিন্দুকদের অনেকের মুখে শোনা যায়, 'শিরায় শিরায় রক্ত, দেবদা'র ভক্ত'। সেই দেব, নিজের প্রিয় খাবার নিয়ে খুব খুঁতখুঁতে। নিজের মন পসন্দ কায়দায় নিজেই বানিয়ে নেন, পরিচিতদের বাড়ি গিয়েও।
আসলে দেব চা প্রেমী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, "আমি চা খেতে খুব ভালোবাসি। যারা যারা আমায় কাছে থেকে চেনে, তারা জানে, আমি এক চুমুক খেয়েই বুঝে যাই চা- টা ভাল না খারাপ। এরকম অনেক বাড়ি আছে, যেমন রুক্মিণীর দাদার বাড়ি দিল্লিতে গেলে, ওরা জানে ওদের হাতের চা আমার ভাল লাগবে না। আমায় গিয়ে সকালের চা বানাতে হয় এবং সকলের জন্যে বানাতে হয়। আমি এতটা খুঁতখুঁতে চা নিয়ে।" দেব আরও জানান, "আমি এমনি সাধারণ বাঙালির দুধ চা খেতে ভালোবাসি। দিনে একবার খাবো। কিন্তু সেটা ভাল করে খাবো। একটু আদা দিয়ে খেতে ভালোবাসি। তবে কখন, কোনটা, কত পরিমাণে, সেটা এখন বোঝাতে পারব না।
ঘরের কাজও করতে পছন্দ করেন অভিনেতা- প্রযোজক। আগে এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন, "আমি রেগে গেলে সারাক্ষণ ঘর পরিষ্কার করি। আমার বাবা ক্যাটারিং করত, আমি বাসন মাঝতাম, আমি সেই জার্নিটা করে উঠে এসেছি। শ্যুটিংয়ে গিয়ে সবাইকে খাবার খাওয়াতাম, প্লেট তুলতাম... অতীত ভুলে গিয়ে লাভ নেই। সকলের ভালোবাসায় আমি একটা জায়গায় পৌঁছেছি, তার মানে আমি তো ভগবান নই। আমাদেরও রাগ হয়। আমি যদিও খুব একটা রাগি না বা রাগ দেখাই না।"
দেব আরও বলেন, "আমার টেনশন বা রাগ হলে, ঘর গোছাতে শুরু করে দিই। আসলে কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাই। রবিবার সেটা হয় অনেক সময়, হয়তো কাজ নেই, সব অফিস বন্ধ। অনেক সময় মা, রুক্মিণী বা বোন বলে, 'আচ্ছা কোনও কাজ নেই আজ...'। বাথরুমও পরিষ্কার করি আমি। একটুও নোংরা থাকলে ভাল লাগে না। একদম পরিষ্কার বাথরুম পছন্দ আমার...।"
প্রসঙ্গত, 'প্রজাপতি ২' আসছে এবছরের বড়দিনে। ছবির টিজার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। গান ইতিমধ্যেই দারুণ হিট। 'টনিক', 'প্রজাপতি'-র সাফল্যের পর ফের একসঙ্গে দেব, অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। এই ছবিতে দেব, মিঠুন ছাড়াও রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার 'কিশোরী'- ইধিকা পালকে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীয়ের মতো শিল্পীদের। মানে - অভিমানে, সম্পর্কের টানে, তিন প্রজন্মের ভালোবাসার গল্প বলবে 'প্রজাপতি ২'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।