Advertisement

Dev- Subhashree Relationship: কেন ভেঙেছিল টলি জুটি দেব- শুভশ্রীর গভীর সম্পর্ক?

Dev- Subhashree Relationship: দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানেদের মন ভেঙেছিল। তবে অনেকেই জানতে চান কেন প্রেম বিচ্ছেদ হয়েছিল দেব- শুভশ্রীর।   

দেব -শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)দেব -শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2022,
  • अपडेटेड 3:31 PM IST

বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে -গড়ে। ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি ছিল দেব (Dev) -শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দু'জনের অনুগামী সংখ্যাও ছিল বিপুল পরিমাণে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানেদের মন ভেঙেছিল। তবে অনেকেই জানতে চান কেন প্রেম বিচ্ছেদ হয়েছিল দেব- শুভশ্রীর (Dev- Subhashree)।   

২০০৯ সালে 'চ্যালেঞ্জ' ছবিতেই প্রথমবার জুটি বাঁধেন দেব ও শুভশ্রী। বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি, সে সময় সম্পর্কও ধীরে ধীরে গভীর হয় তাঁদের। একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিতে, জুটি বেঁধেই। সেই তালিকায় রয়েছে 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'। ছবির গান, সংলাপ ও সেই সঙ্গে হিট হয় দেব -শুভশ্রী জুটিও। ২০১৬ সালে দেব- শুভশ্রী জুটি নিয়ে ‘ধূমকেতু’ বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত মুক্তি পায়নি এই ছবি। 

 

আরও পড়ুন

 

যদিও সম্পর্কে থাকাকালীন তাঁরা নিজেদের 'ভাল বন্ধু' তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্ন করাতেও মিলেছে একই উত্তর। কিন্তু ব্রেকআপের পর সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যায়। দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তাঁর খুব কাছের ছিলেন। এমনকী তাঁর জীবনের নিকটতম ব্যক্তি শুভশ্রী। দেব, তাঁর লাভ স্টোরিতে এই ধরণের মোড় প্রত্যাশা করেননি। 

 

অন্যদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে, দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটা পরিণত হয়েছেন তিনি। যদিও তাঁদের ব্রেকআপ হওয়ার সঠিক কারণ কখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। এরপর থেকে নিজেদের জীবনে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে আলাদা রাস্তা দুজনের। নিজ নিজ স্থানে দুজনেই সফল দেব ও শুভশ্রী। তবে শোনা যায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদের পর, শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে স্বাভাবিক ছন্দে ফিরতে।  

 

 

বর্তমানে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপাও করেন না তাঁরা। একসঙ্গে করে চলেছেন পরপর বহু ছবিতে কাজ। বিয়ে কবে প্রশ্নের উত্তর অনায়াসেই এড়িয়ে যান দু'জনেই। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় তাঁদের ভ্যাকেশনের ফ্রেমবন্দী মুহূর্ত।

অন্যদিকে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছেন শুভশ্রী। 'রাজশ্রী'-র রাজকীয় বিয়ের আসর বসেছিল বাওয়ালী রাজবাড়িতে। ২০২০ সালে রাজ-শুভশ্রীর পরিবারে যোগ হয় তাঁদের ছেলে ইউভান। বলা চলে ইন্ডাস্ট্রি থেকে নেটিজেনদের চোখের মণি সে। বর্তমানে স্বামী- ছেলে ও পরিবার নিয়ে সুখে সংসার করছেন নায়িকা। 
 

Read more!
Advertisement
Advertisement