
বেশ কিছু মাস ধরে শিরোনামে দেব- শুভশ্রী। নানা জট কেটে, 'ধূমকেতু' পেয়েছিল তাঁদের এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা ছিল চরমে। ছবি মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়। এক কথায় বলা যায় সেসময় 'ধূমকেতু'-জ্বরে কাবু ছিল দর্শক। ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। যা দেখে সকলের মনেই প্রশ্ন ছিল, এই দূরত্ব কি মিটবে? আদৌ কি আর একসঙ্গে কাজ করবেন 'দেশু'? ২০২৬-র শুরুতেই সেই সব প্রশ্নের উত্তর মিলেছে। নতুনভাবে ফিরছে 'দেশু'।
আবার বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। চমক এখানেই শেষ নয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স, অ্যাকশন ও রহস্য। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। চলতি সপ্তাহের শুরুতেই প্রথমবার একসঙ্গে লাইভ আসার কথা আগেও জানিয়েছিলেন টলি জুটি। সেজন্যে অধীর অপেক্ষায় ছিলেন অনুগামীরা। সকলেরই মনে কৌতূহল ছিল, কোন বড় ঘোষণা করবেন তাঁরা।
'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্টের পরে সোস্যাল মিডিয়াতে চলেছে 'দেশু' ঝড়। সেদিনের ছোট ছোট ভিডিও, নাচ, মুহূর্ত নেটমাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং ছিল। এদিকে দেব ও শুভশ্রীর বর্তমান পার্টনার- রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে নিয়ে একাধিক মিম ভাইরাল হয়েছিল। 'দেশু'-র পার্টনারদের রীতিমতো কটাক্ষ শুরু করেছিলেন তাঁদের অনুগামীরা। এমনকী ফ্যানেরা এতটাই উন্মত্ত ছিল যে, প্রকাশ্যে দাবি জানিয়েছিল, বাস্তবে ফের যেন এক হয়ে যায় দেব ও শুভশ্রী। যদিও সেসময়, অনেকেই প্রশংসাও করছেন দুই তারকার (রাজ ও রুক্মিণীর)। নিজেদের 'বর্তমান'-কে বাংলা ছবির স্বার্থে 'প্রাক্তন'-র কাছাকাছি যেতে দেওয়ায় তাঁরা পেশাদারিত্ব দেখিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, তা চোখ এড়ায়নি অনেকের।
তবে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে, তা নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নেমেছেন দেব ও শুভশ্রী। সোমবারের লাইভে দর্শক, অনুগামী ও নেটিজেনদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তাঁরা একসঙ্গে। আবেদন করে বলেন তাঁদের সঙ্গীদের সম্মানহানি যাতে না হয়, সেবিষয়ে নজর দিতে। দেব বলেন, "আমরা কিছু বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই। আমাদের লাইভ শেষ হলে দয়া করে পার্সোনাল অ্যাটাক করবেন না। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ভাল আছি বলেই, আজকে এই জায়গায় বসে আছি বা সুস্থ ভাবে কাজ করার দিকে এগোচ্ছি। আমি জানি কেউ চায় আমাদের বিয়ে হোক, কেউ বলছে ভালোবাসা হোক, আরও কত কী। 'ধূমকেতু'-র সময় আমি এই কথাগুলো বলিনি সেটা আমার অন্যায়।"
একথা শুনে শুভশ্রী দেবের কথা কেটে বলেন, "না অন্যায় না। আমরা আসলে আশা করেছিলাম, মানুষ এই বিষয়টা নিয়ে আরও অনেক বেশি সংবেদনশীল হবে। কিন্তু আমরা যেহেতু এরকম প্রতিক্রিয়া পাচ্ছি না, সেজন্যে এবিষয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। এটা আমারা দু'জনেই পরিষ্কার করে দিতে চাই, অতীতে যাই ছিল, দু'জনের কেউই আমরা অতীত নিয়ে বেঁচে থাকতে চাই না। জীবনে এগিয়ে যেতে চাই। এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি বলেই আবার, পেশাগতভাবে একসঙ্গে কাজ করতে পারছি, আমাদের পার্টনারদের সহযোগিতায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কেউ দয়া করে আমাদের পার্টনারদের নিয়ে এসব কথা বলবেন না।"
দেব যোগ করেন, "আমার খারাপ লাগে। কারণ দায়িত্বটা আমাদের। তাঁদের সম্মানটা আমাদের সম্মান। কোথাও গিয়ে রাজের সম্মানটা আমারও সম্মান।" শুভশ্রী যোগ করেন, "রুক্মিণীর সম্মানটা আমারও সম্মান। আমরা সত্যি রুক্মিণী ও রাজকে ধন্যবাদ জানাতে চাই, আমাদেরকে ওঁরা সাপোর্ট করেছে বলেই আজ এভাবে বসে আছি। আমরা এটুকুই চাইব, যেমন আমাদের সম্মান দিচ্ছেন, সেরকম আমাদের পার্টনারদেরকেও তার থেকে বেশি সম্মান দেওয়া হোক।" দেব এরপর হাত জোড় করে বলেন, "আমি প্লিজ হাত জোড় করে বলছি এমন কোনও মন্তব্য করবেন না, যেটায় আমাদের মনে হবে যে, আমাদের সামনেই আমাদের পার্টনারদের অপমান করা হচ্ছে এবং আমরা কিছু করতে পারছি না।"
ছবি নাম, পরিচালক, প্রযোজক সম্পর্কে এখনই মুখ খোলেননি দেব- শুভশ্রী। তবে সোমবারের লাইভে, নিজেদের এত বছরের কেরিয়ারের জার্নি, জুটি নিয়ে নস্ট্যালজিয়া শেয়ার করেছেন হালকা মেজাজে। ১৬ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মুক্তি পাবে 'দেশু৭' (এখনও নাম নিয়ে কাজ চলছে)। লাইভের শেষে, দেবের গলায় ছবি মুক্তি নিয়ে কিছুটা চিন্তার সুর থাকলেও, দারুণ আত্মবিশ্বাসী শুভশ্রী ভরসা জোগালেন দেবকে। সবশেষে জানা গেল বড় খবর। এর আগে, টলিউড কেন, অন্য কোনও ইন্ডাস্ট্রিতেও এরকম ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।
সম্ভবত, প্রথমবার, ছবি মুক্তির ১০ মাস আগে থেকে শুরু হল অগ্রিম টিকিট বুকিং। দেবের ঘোষণা করেন, ১৯ জানুয়ারি, সোমবার, দুপুর ৩টে থেকে 'দেশু৭'-র ফার্স্ট ডে ফার্স্ট শো, অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৭.৩০ মিনিটের শো বুকিং করা যাবে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ। প্রথম ২০০০ টিকিটের প্রতিটা টিকিটে দর্শকের অনন্য অভিজ্ঞতা হবে বলে প্রতিশ্রুতি দেন দেব। তিনি আরও বলেন, ফার্স্ট ডে ফার্স্ট শো একটা বড় ইভেন্টে পরিণত হবে। বুক মাই শো অ্যাপের মাধ্যমে এই টিকিট কাটা যাবে এবং ২৭- ২৮ তারিখ নাগাদ তাঁরা হাতে পাবেন। দেবের ঘোষণার পরে, ঝড়ের গতিতে শো হাউজফুল হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। 'ধূমকেতু'-ও বক্স অফিয়ে সফল। এখন দেখার, ফের পর্দায় 'দেশু' জুটির ম্যাজিক কতটা চলে।