Advertisement

Dev Viral Video: 'পাগলু থোড়াসা করলে রোম্যান্স...' গাইতে গাইতে ক্যাফেতে নাচছেন দেব! ভাইরাল ভিডিও

Dev: এক কথায় বলা যায় গত কয়েক বছর ধরে কেরিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন তিনি। দেবের ফ্যানেদের সংখ্যা বিপুল। তাঁর প্রায় সব ছবি, ভিডিও কিংবা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। 

অভিনেতা- সাংসদ দেব (ছবি: ফেসবুক)অভিনেতা- সাংসদ দেব (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2023,
  • अपडेटेड 1:55 PM IST

শিরোনামে থাকেন অভিনেতা- সাংসদ দেব (Dev)। টলিউডের এই মুহূর্তের অন্যতম সুপারস্টার তিনি। অভিনেতার পাশাপাশি প্রযোজক দেবও দারুণ সফল। এক কথায় বলা যায় গত কয়েক বছর ধরে কেরিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন তিনি। দেবের ফ্যানেদের সংখ্যা বিপুল। তাঁর প্রায় সব ছবি, ভিডিও কিংবা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। 

এরকমই এক ভিডিও বর্তমানে ভাইরাল ফেসবুকে। ভিডিও দেখে নস্ট্যালজিয়ায় ভাসছেন বহু অনুগামী। নিজের অভিনীত ছবির গান শুনে নাচছেন দেব। কী রয়েছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে একটি ক্যাফেতে একজন শিল্পী গাইছেন 'পাগলু' ছবির টাইটেল সং। 'পাগলু...থোড়াসা করলে রোম্যান্স...' এই গান শুনেই নিজেও গাইতে শুরু করলেন সাংসদ - অভিনেতা। গাইতে গাইতে নাচছেন দেব। দেখেই বোঝা যাচ্ছে দারুণ মজা করছেন তিনি। 

সেখানে উপস্থিত রয়েছেন তাঁর বান্ধবী - অভিনেত্রী রুক্মিণী মৈত্র, সঙ্গীতশিল্পী নীলঞ্জন চট্টোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার মধুরা পালিত্রা। দেখা মনে হচ্ছে, 'কিশমিশ' ছবির প্রচারের সময় এই ভিডিওটি করা হয়েছিল। যা নতুন ভাবে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বর্তমানে।  দেবের একটি ফ্যানক্লাব ভিডিওটি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। কমেন্ট বক্সে প্রশংসা- ভালোবাসায় ভরাচ্ছেন অনুগামীরা। 

 

প্রসঙ্গত, ২০০৬ সালে 'অগ্নিশপথ' ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন দেব। এরপর 'আই লাভ ইউ', 'মন মানে না', 'প্রেমের কাহিনি', 'চ্যালেঞ্জ', 'প্রাণ যায় জ্বলিয়া রে'-এর মতো একের পর এক বক্স অফিসে সুপারহিট ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি। দেবের আরও একটি সফল ছবি মুক্তি পায় ২০১১ সালে। সেই সময় দেব- কোয়েল জুটিও দারুণ হিট। প্রায় ৫ কোটি বাজেটের এই ছবির লক্ষ্মীলাভ হয়েছিল দ্বিগুণ (প্রায় ১০ কোটি) টাকা। ছবির পাশাপাশি আজও জনপ্রিয় 'পাগলু'-র গান।              

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement