Advertisement

Devlina- Gourab: গেরুয়া বিকিনিতে নজরকাড়া দেবলীনা, ভ্যাকেশনে রোম্যান্সে মজেছেন গৌরবের সঙ্গে

Devlina- Gourab: প্রায় প্রতি বছরই ডিসেম্বরের শেষের দিকে ঘুরতে যান দেবলীনা- গৌরব। বাদ যায়নি এবারও। নির্জন দ্বীপে কখনও সমুদ্র তো কখনও সুইমিং পুলে গা ভাসিয়ে নানা মুহূর্ত শেয়ার করেছেন দু'জনেই।

দেবলীনা ও গৌরব (ছবি:ফেসবুক) দেবলীনা ও গৌরব (ছবি:ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jan 2024,
  • अपडेटेड 3:49 PM IST

সুযোগ পেলেই ভ্যাকেশনে চলে যান দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। কর্ম ব্যস্ততা থেকে ছুটি নিয়ে দু'জনে সম্প্রতি ঘুরতে গিয়েছেন।'রবলীনা'-র এবারের ডেস্টিনেশন আন্দামান। বর্ষশেষে সেখানে কাটানো বিভিন্ন মুহূর্ত সকলের সামনে তুলে ধরছেন তাঁরা। 

প্রায় প্রতি বছরই ডিসেম্বরের শেষের দিকে ঘুরতে যান দেবলীনা- গৌরব। বাদ যায়নি এবারও। নির্জন দ্বীপে কখনও সমুদ্র তো কখনও সুইমিং পুলে গা ভাসিয়ে নানা মুহূর্ত শেয়ার করেছেন দু'জনেই। বরাবরের মতো ভ্যাকশনে দেবলীনা- গৌরবের স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছে সকলের। গেরুয়া বিকিনিতে দেবলীনাকে দেখে ঘুম উড়েছে বহু ফ্যানেদের। অন্যদিকে গৌরব রয়েছেন পারফেক্ট বীচওয়্যারে।  

 

আরও পড়ুন

 

গৌরব - দেবলীনা কতটা ফিটনেট ফ্রিক, একথা বোধ হয় সকলেরই জানা। জুটির খোলামেলা ছবিতেও মেদে চিহ্নমাত্র নেই। সুঠাম শরীরে দু'জনেই ফ্লন্ট করছেন। অ্যাবস দেখেই বোঝা যাচ্ছে শরীরচর্চায় পরিশ্রম করেন তাঁরা। দেবলীনাকে সাহসী ছবিতে দেখে তাঁকে ট্রোল করতে ছাড়েননি নিন্দুকদের অনেকে। তবে কমেন্টবক্স প্রশংসাতেও ভরেছে তাঁদের। 

 

গত ৯ ডিসেম্বর ছিল গৌরব- দেবলীনার চতুর্থ বিবাহবার্ষিকী। বিশেষ দিন উপলক্ষে পরিবার- পরিজনদের নিয়ে উদযাপন করেছেন তাঁরা। এরপর নিজেদের মতো করে উদযাপন করার পালা। আন্দামানে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন জুটি। বিয়ের পর থেকে প্রায় প্রতি বছরই এই সময়টাতে শহরের বাইরে ঘুরতে যান তাঁরা। গত বছর 'রবলীনা'-র ডেস্টিনেশন ছিলেন থাইল্যান্ড।    

সোশ্যাল পেজে প্রায়শই নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করেন তারকা জুটি। তবে চুটিয়ে সংসার করার পাশাপাশি গুছিয়ে কাজও করছেন তাঁরা। ছোট পর্দার পাশাপাশি দু'জনেই বড় পর্দাতেও কাজ করছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে গৌরবের 'গাঁটছড়া'। শোনা যাচ্ছে, দুই অভিনেতার হাতেই রয়েছে বেশ কয়েকটি কাজ।


 

Read more!
Advertisement
Advertisement