Advertisement

Durnibar-Oindrila Marriage: বিয়ের পিঁড়িতে বসার আগেই দুর্নিবারকে কটাক্ষ প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর, বললেন...

চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গায়ক দুর্নিবার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন। আগামী ৯ মার্চ ঐন্দ্রিলা-দুর্নিবার বিয়ে করতে চলেছেন। আর তা নিয়ে প্রস্তুতি-তোড়জোড় তুঙ্গে। তবে এসবের মধ্যেই সামনে এল দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি পোস্ট। যেখানে মীনাক্ষী পরোক্ষভাবে জানিয়েছেন যে তিনিও তাঁর জীবনে নতুন কাউকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছেন।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন গায়ক দুর্নিবারদ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন গায়ক দুর্নিবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 6:28 PM IST
  • চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গায়ক দুর্নিবার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন।
  • আগামী ৯ মার্চ ঐন্দ্রিলা-দুর্নিবার বিয়ে করতে চলেছেন।
  • এসবের মধ্যেই সামনে এল দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি পোস্ট।

চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গায়ক দুর্নিবার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন। আগামী ৯ মার্চ ঐন্দ্রিলা-দুর্নিবার বিয়ে করতে চলেছেন। আর তা নিয়ে প্রস্তুতি-তোড়জোড় তুঙ্গে। তবে এসবের মধ্যেই সামনে এল দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি পোস্ট। যেখানে মীনাক্ষী পরোক্ষভাবে জানিয়েছেন যে তিনিও তাঁর জীবনে নতুন কাউকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছেন।

দুর্নিবারের প্রাক্তন স্ত্রীয়ের কটাক্ষ
ঐন্দ্রিলা-দুর্নিবারের প্রেমের খবর আগেই ঘোষণা হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। টলি পাড়ায় গুঞ্জন এও শোনা যায় যে ঐন্দ্রিলার কারণেই দুর্নিবার-মীনাক্ষীর বিয়ে ভাঙে। যদিও এই বিষয়টি নস্যাৎ করে দিয়েছিলেন দুজনেই। এদিন সোশ্যাল মিডিয়ায় মীনাক্ষী একটি পোস্ট করেন। যেখানে নাম না করেই দুর্নিবারকে রণবীর কাপুরের সঙ্গে তুলনা করেন তিনি। মীনাক্ষী লেখেন, 'আপনার উচিত আপনার জীবনের রণবীর কাপুরকে যেতে দেওয়া। এবং রণবীর সিংকে আসতে দেওয়া।' এরপর তিনি আসলে খোঁচা দিয়ে লেখেন, আপনাদের সমস্ত অনুমান সঠিক।' এই পোস্টের পর কারোর কোনও বুঝতে অসুবিধা হয়নি যে এই পোস্টের মাধ্যমে দুর্নিবারের প্রাক্তন স্ত্রী ঠিক কাকে খোঁচা দিতে চাইছেন। 

দুর্নিবার-মীনাক্ষীর বিয়ে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

আরও পড়ুন: Durnibar- Oindrila Marriage: শুরু বিয়ের কাউন্টডাউন, দুর্নিবারকে খোলা 'প্রেমপত্র' ঐন্দ্রিলার

আরও পড়ুন

     

    ২০২১ সালে বিয়ে করেন দুর্নিবার-মীনাক্ষী
    প্রসঙ্গত, ২০১৭ সালে আইনি মতে বিয়ে করেন দুর্নিবার-মীনাক্ষী। এরপর তাঁরা একসঙ্গে থাকতেন। দীর্ঘদিনের আলাপ, বন্ধুত্ব ছিল তাঁদের। পার্টি, অনুষ্ঠান, রিয়েলিটি শো সহ সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা মিলত। এরপর ২০২১ সালে রাজকীয়ভাবে রাজকীয়ভাবে সামাজিকমতে বিয়ে করেন দুর্নিবার-মীনাক্ষী। কিন্তু বিয়ের একবছর পেরতো না পেরোতেই দেখা গেল সেই বিয়েতে ফাটল ধরেছে। ২০২২ এর মাঝামাঝি আলাদা হয়ে যান মীনাক্ষী-দুর্নিবার। 

    চলতি মাসেই বিয়ে দুর্নিবার-ঐন্দ্রিলার
    এর কিছুমাসের মধ্যেই প্রকাশ্যে আসে দুর্নিার-ঐন্দ্রিলার সম্পর্কের কথা। ঐন্দ্রিলা ওরফে মোহর ফেসবুকে একটি পোস্ট করে তাঁদের সম্পর্কের কথা জানান। এর কিছুদিনের মধ্যেই জানা যায় যে তাঁদের বিয়ে হতে চলেছে চলতি বছরের ৯ মার্চ। এই সম্পর্ক নিয়ে প্রথম থেকেই কোনও মন্তব্য করেননি মীনাক্ষী। কিন্তু এবার বিয়ের তারিখ সামনে আসতেই নিজের নীরবতা ভাঙলেন তিনি। জানিয়ে দিলেন তাঁর জীবনের রণবীর সিং-এর অপেক্ষায় রয়েছেন তিনি। 

    মীনাক্ষীর জীবনেও কি এসেছে বসন্ত
    তবে দুর্নিবার বিদায় নেওয়ার পর মীনাক্ষীর জীবনেও কি বসন্তের ছোঁয়া লেগেছে? তিনি কি রণবীর সিংয়ের খোঁজ পেয়েছেন, নাহ এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে বোঝা যায় তিনি সিঙ্গেল আছেন, এবং সেটাকে দারুণ ভাবেই উপভোগ করছেন। 

      

    Read more!
    Advertisement
    Advertisement