Advertisement

Filmfare Awards Bangla 2020: কারা পেলেন সেরার সেরা পুরস্কার? দেখে নিন এক নজরে

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা অতিমারীর জন্য বিনোদন জগত বিস্তর প্রভাবিত। তার জেরেই অন্যান্য নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতো আয়োজন করা যায়নি ফিল্মফেয়ার পুরস্কারও (Filmfare Awards)। দেখে নিন কারা পেলেন সেরার সেরা পুরস্কারগুলি। 

ফিল্মফেয়ার পুরস্কার বাংলা ২০২০
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2021,
  • अपडेटेड 5:17 PM IST
  • সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলী 'নগরকীর্তন' ছবির জন্য।
  • 'গুমনামী' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার।

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা অতিমারীর জন্য বিনোদন জগত বিস্তর প্রভাবিত। তার জেরেই অন্যান্য নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতো আয়োজন করা যায়নি ফিল্মফেয়ার পুরস্কারও (Filmfare Award)। তাই এ বছর ২০১৯ সালের মুক্তি পাওয়া সিনেমার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হল। বুধবার অনুষ্ঠিত হয়েছিল এই অ্যাওয়ার্ড ফাঙ্কশনটি।  এর আগে গত ২৭ মার্চ ঘোষিত হয়েছিল পুরস্কারের নমিনেশনের তালিকা। একাধিক বিভাগে নমিনেশন পেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখরা। দেখে নিন কারা পেলেন সেরার সেরা পুরস্কারগুলি। 

*সেরা সাউন্ড ডিজাইন: সৌগত বন্দোপাধ্যায় (রবিবার)

*সেরা প্রোডাকশন ডিজাইন: শিবাজি পাল (গুমনামী)

* সেরা সম্পাদনা: সুজয় দত্ত রায় (কেদারা)

* সেরা সিনেমাটোগ্রাফার: শীর্ষ রায় (নগরকীর্তন)

* সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: প্রবুদ্ধ বন্দোপাধ্যায় (নগরকীর্তন)

* সেরা গল্প: রুদ্রনীল ঘোষ এবং সৃজিত মুখোপাধ্যায়  (ভিঞ্চি দা)

* সেরা চিত্রনাট্য: কৌশিক গাঙ্গুলী (নগরকীর্তন)

* সেরা সংলাপ: কৌশিক গাঙ্গুলী (জ্যেষ্ঠপুত্র)

* সেরা প্লেব্যাক গায়ক: অনির্বাণ ভট্টাচার্য , 'কিচ্ছু চাইনি আমি গানের জন্য' (শাহজাহান রিজেন্সি)

* সেরা প্লেব্যাক গায়িকা: লগ্নজিতা চক্রবর্তী, 'প্রেম পড়া বারণ গানের জন্য' (সোয়েটার)

* সেরা লিরিক্স: রণজয় ভট্টাচার্য, 'প্রেম পড়া বারণ গানের জন্য' (সোয়েটার)

* সেরা মিউজিক অ্যালবাম: রণজয় ভট্টাচার্য এবং অনিন্দ্য চ্যাটার্জি (সোয়েটার)

আরও পড়ুন:  Filmfare OTT Awards 2020: সেরার সেরা কে? রইল তালিকা 

* লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: তরুণ মজুমদার

* সেরা নবাগত অভিনেত্রী: ঋত্বিকা পাল (কিয়া অ্যান্ড কসমোস)

* সেরা নবাগত পরিচালক: ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)

Advertisement

* সেরা  সহ অভিনেতা: ঋত্বিক চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র)

* সেরা সহ অভিনেত্রী: লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)

* সেরা চলচ্চিত্র: (ক্রিটিক চয়েস) অতনু ঘোষ (রবিবার)

* সেরা অভিনেতা: (ক্রিটিক চয়েস) ঋদ্ধি সেন (নগরকীর্তন)

* সেরা অভিনেত্রী: (ক্রিটিক চয়েস) জয়া আহসান (বিজয়া ও রবিবার)

* সেরা অভিনেত্রী: শুভশ্রী গাঙ্গুলী  (পরিণীতা), স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি)

* সেরা অভিনেতা: প্রসেনজিৎ চ্যাটার্জি (গুমনামী)

* সেরা পরিচালক: কৌশিক গাঙ্গুলী (জ্যেষ্ঠপুত্র)

* সেরা চলচ্চিত্র: ভিঞ্চি দা

আরও পড়ুন: সেরা তাপসী-ইরফান, দেখুন বিজয়ীদের পুরো তালিকা 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement