Advertisement

Dev Subhashree Gossips: 'শুধু একটা গাঙ্গুলীকেই...', ফের শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ দেব?

Tollywood Gossips: 'ধূমকেতু' মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। তবে এবার ফের দেবের মুখে শোনা গেল, 'গাঙ্গুলী'-র নাম। 

দেব- শুভশ্রী (ছবি: ফেসবুক)দেব- শুভশ্রী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Oct 2025,
  • अपडेटेड 11:37 AM IST

বেশ কিছু মাস ধরে শিরোনামে দেব- শুভশ্রী। নানা জট কেটে, 'ধূমকেতু' পেয়েছিল তাঁদের এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা ছিল চরমে। ছবি মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়। এক কথায় বলা যায় সেসময় 'ধূমকেতু'-জ্বরে কাবু ছিল দর্শক। ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। তবে এবার ফের দেবের মুখে শোনা গেল, 'গাঙ্গুলী'-র নাম। 

'গাঙ্গুলী' মন্তব্য 

সম্প্রতি এক ইভেন্টে গিয়ে সাংবাদমাধ্যমের সামনে দেব বলেন, "শুধুমাত্র একটাই গাঙ্গুলীকে আমার ভাল লাগে...।" এই অবধি পড়ে সেসব 'দেশু' অনুগামীদের মুখে চওড়া হাসি এসেছে এই ভেবে যে, সব বোধ হয় ঠিক হয়ে গেল। তাদের সে গুড়ে বালি। কারণ একথা টলিউডের 'রাজা রাজা' বলেছেন জিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে।

সঙ্গীতশিল্পীর সঙ্গে হঠাৎ দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরেন দেব। এরপর একগাল চওড়া হাসি দিয়ে বলেন 'গাঙ্গুলীকে' ভাল লাগার কথা। যদিও একথা বলার সময় তিনি অন্য কিছু ইঙ্গিত করছেন, সেই আন্দাজ করে তাঁকে প্রশ্ন করা হয়। এরপর দেব সাফাই দেন, "আরে ওই গাঙ্গুলী না...।" একথা শুনে জিতও হেসে ফেলেন। কারণ শুভশ্রীকে তিনি বোন বলেন। নায়িকার থেকে ভাইফোঁটাও নেন তিনি। 

দেবের উপর কেন চটেছিলেন শুভশ্রী?

আসলে ছবির মুক্তির পরে এক সাক্ষাৎকারে 'ধূমকেতু' ও শুভশ্রীকে নিয়ে মনখোলা কথা বলেন দেব। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, 'দুই বাচ্চা'র মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! এজন্যে ২০২৫-এ দাঁড়িয়ে 'ধূমকেতু' তৈরি করলে হয়তো শুভশ্রীকে মুখ্য চরিত্র না দিয়ে কোনও পার্শ্ব চরিত্রে কাজ দিতেন। 

 পাল্টা জবাব শুভশ্রীর

দেবের মন্তব্য নিয়ে সেসময় মুখ খুলেছিলেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, "কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি 'সন্তান' করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না…।" এরপর প্রশ্ন আসে, আবার কী 'দেশু' কে একসঙ্গে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, "বাবা, আমি এইসব জানি না। জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই।"    

প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয়  গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই।  'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। 'ধূমকেতু'-ও বক্স অফিয়ে সফল। এখন দেখার ফের একসঙ্গে 'দেশু' জুটিতে পর্দায় দেখা যায় কিনা।  
 


 

Read more!
Advertisement
Advertisement